হিন্দোল দে, কলকাতা: এবার অটোর রুটেও বহিরাগত-তরজা। প্রতিবাদে সপ্তাহ শুরুর দিনে বন্ধ গড়িয়া-বারুইপুর রুটের প্রায় বারোশো অটো। রাজপুর মোড়ে এই পথ অবরোধ চলে। চালকদের অভিযোগ, রুট ভেঙে ঢুকে পড়ছে প্রচুর বেআইনি অটো। ফলে বৈধ ছাড়পত্র থাকা সত্ত্বেও অটোচালকদের লোকসান হচ্ছে।
পাশাপাশি অটোচালকদের দাবি, পুলিশ ও প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কাজ হয়নি। প্রতিবাদে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য গড়িয়া-বারুইপুর রুটে অটো চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন চালকরা। এদিকে সপ্তাহের শুরুতেই অটো বন্ধের জেরে ভোগান্তির শিকার হতে হয় নিত্যযাত্রীদের।
আরও পড়ুন, দেশের জন্য কাজ করতে ঘুম কমাচ্ছেন মোদি? বিজেপি নেতার নয়া দাবি
এর আগেও এ বছরের শুরুতে গড়িয়া-গোলপার্ক অটো রুটে ধুন্ধুমার বেঁধেছিল। হকারের বসার জায়গা নিয়ে অশান্তির সুচনা হয়। গড়িয়ায় অটোচালক ও হকারদের সংঘর্ষ ওঠে চরমে! ভাঙচুর চালানো হয় বেশ কয়েকটি দোকানে! ভাঙা হয় কয়েকটি অটো। দু’পক্ষই তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্য বলে স্থানীয় সূত্রের তরফে জানান হয়েছিল। অটো আর হকার ইউনিয়নের মধ্যে তুমুল সংঘৰ্ষে ভাঙচুর হয় অন্তত হাফ ডজন দোকানে! পাল্টা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় অটো।
জায়গা নিয়ে অটোচালক ও হকারদের মধ্যে চাপানউতোর চলছে বেশ কিছুদিন ধরে। প্রথমে অটোচালকরা বেশ কয়েকটি দোকান ভাঙচুর করে। পাল্টা হকাররাও ৫টি অটোতে ভাঙচুর চালায়। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় নেতাজিনগর থানার পুলিশ বাহিনী। পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়।এরই মধ্যে কয়েকজনকে দেখা যায় হাতে লাঠি নিয়ে ঘুরে বেড়াতে। কিছুক্ষণ পরে লাঠি ফেলে দিয়ে তারা পুলিশের সামনে দিয়েই চলে যায়। এদিকে, অটোচালক ও হকারদের সংঘর্ষের ঘটনায় লেগেছে রাজনীতির রং! স্থানীয় সূত্রের দাবি, বিবদমান দু’পক্ষই তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র সদস্য।