অভিজিৎ চৌধুরী, মালদা : জাতীয় শিক্ষা নীতি (NEP) চালু হওয়ার পরে স্নাতকের প্রথম সেমিস্টারের ফল প্রকাশিত হল। আর তারপরই  গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্রছাত্রীর মাথায় হাত । মাত্র ৩ শতাংশ পড়ুয়া পাশ করেছে আর বাকি সব ফেল!  এমন ফল দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না পড়ুয়ারা। হতবাক শিক্ষকরাও। এমন ফল আগে কখনও হয়নি ।         
সব বিষয়ে পাশ করেছেন মাত্র ৩ শতাংশ পড়ুয়া। আর বাকি ৯৭ শতাংশ পড়ুয়াই অকৃতকার্য। তাঁরা যে বিষয়গুলিতে পাশ করতে পারেনি , তাঁদের সেই বিষয়গুলিতে পুনরায় পরীক্ষা দিতে হবে। এই ফল কোনওভাবেই মানতে পারছেন না পরীক্ষার্থীরা।  বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ফল প্রত্যাহারের দাবিতে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ দেখালেন ছাত্র-ছাত্রীরা। 


মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার ২৫ টিরও বেশি কলেজের ৪৮ হাজার ছাত্রছাত্রী প্রথম সেমিস্টার দিয়েছিলেন।  এরমধ্যে সমস্ত বিষয়ে উত্তীর্ণ হন মাত্র ১২০০-র কিছু বেশি ছাত্রছাত্রী। এই ফল এক কথায় অসম্ভব বলে দাবি করে, সমস্ত বিষয়ে রিভিউ চেয়ে আন্দোলন শুরু করেছেন পড়ুয়ারা। সেই সঙ্গে তাঁদের দাবি, প্রকাশিত ফল নতুন করে পর্যালোচনা করতে হবে। 


গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রতিবাদ করছেন একাধিক কলেজের পড়ুয়ারা।  কলেজস্তরে সঠিকভাবে পড়াশোনা হচ্ছে না বলেও দাবি করেছেন আন্দোলনকারীরা। এদিকে নজিরবিহীন ফল পর্যালোচনার জন্য তদন্ত কমিটি গঠন করেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। কেন এমন খারাপ ফল খতিয়ে দেখে রিপোর্ট দেবে তদন্ত কমিটি। এরপরেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলেন খবর বিশ্ববিদ্যালয় সূত্রে। 


এদিন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে মিছিলে অংশ নেন ছাত্রছাত্রীরা। এরপর কন্ট্রোলার ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করেন তাঁরা। সমস্যার সমাধানে কন্ট্রোলার সহ অন্যান্য আধিকারিকদের সামনে ছাত্র-ছাত্রীদের নয় দফা দাবি তুলে ধরা হয়।


আর প্রথম সেমিস্টারের ফল প্রকাশ হতেই হতবাক হয়ে গিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক থেকে শুরু করে কর্তৃপক্ষ সকলেই। তাতে মূল বিষয়ে পাশ করেছেন মাত্র ৩ শতাংশ পড়ুয়া। আর ফেল করেছেন বাকি ৯৭ শতাংশ পড়ুয়া। ইতিমধ্যেই এমন খারাপ ফলাফলের কারণ জানতে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে পড়ুয়াদের দাবি, অবিলম্বে এই ফলাফল প্রত্যাহার করতে হবে। এই দাবিতে সোমবার বিক্ষোভ করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ডেপুটেশন দিলেন পড়ুয়ারা। 


আরও পড়ুন : 


মাওবাদী বন্দি অর্ণব হয়েছিলেন PHD প্রবেশিকা পরীক্ষায় প্রথম, তারপরই স্থগিত কাউন্সেলিং


Education Loan Information:

Calculate Education Loan EMI