ঋত্বিক প্রধান, উজ্জ্বল মুখোপাধ্যায় এবং অমিত জানা, কলকাতা: রাজ্য সরকারের উদ্যোগে পর্যটন কেন্দ্র দিঘায় গড়ে তোলা হচ্ছে জগন্নাথ মন্দির ধাম। গীতাপাঠের দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনকেই। ব্রিগেডের পর  সৈকত শহরেও বসবে সমবেত কণ্ঠে গীতাপাঠের আসর। এমনটাই জানালেন কারামন্ত্রী ও রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। 


সম্প্রতি লক্ষ কন্ঠে গীতাপাঠের সাক্ষী থেকেছে ব্রিগেড। যেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির একাধিক নেতা। কলকাতার পর এবার সৈকত শহর দিঘায় বসতে চলেছে গীতাপাঠের আসর। তবে এই গীতাপাঠের আয়োজনে তৃণমূল কংগ্রেস।  


তৃণমূল বিধায়ক ও কারা প্রতিমন্ত্রী অখিল গিরি বলেন, 'আমরা যখন জগন্নাথ মন্দির উদ্বোধন হবে আমরা ওখানে আমাদের জেলা থেকে, আমরা শুধুমাত্র জেলা থেকে ব্রাহ্মণ যাঁরা গীতাপাঠ করেন তাঁদেরকে নিয়ে এসে সেখানে উদ্বোধনের দিন আমরা গীতাপাঠ করাব। সনাতন ব্রাহ্মণরা শুধু আয়োজন করবেন, আমরা সহযোগিতা করব। আমরা ১০ হাজার টার্গেট করছি।' 


২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে, ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করতে চলেছেন নরেন্দ্র মোদি। অন্যদিকে, পুরীর আদলে এরাজ্যের দিঘাতেও গড়ে তোলা হচ্ছে জগন্নাথ মন্দির ধাম। যার উদ্বোধন হতে পারে এপ্রিল মাসেই। এই মন্দিরের উদ্বোধনের দিনই গীতাপাঠের উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস। 


২০১৮ সালের ডিসেম্বরে, পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় মন্দির তৈরির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ২০২২ সালের মে মাসে অক্ষয় তৃতীয়ার দিন নির্মাণ শুরু হয় দিঘার জগন্নাথ মন্দিরের। ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি বিজেপির রামমন্দিরের পাল্টা তৃণমূলের জগন্নাথ মন্দির? 


মন্দির ঘিরে রাজনীতির টানাপোড়েন চলছে। তবে শেষ অবধি লোকসভা ভোটে তার সুফল কে পাবে? সেই উত্তর দেবে সময়।                                                                                      


আরও পড়ুন, ঝড়-ঝঞ্ঝা থেকে ভূমিকম্প-অটল থাকবে মন্দিরের ভিত, কোন কোন আধুনিকতম প্রযুক্তিতে তৈরি রামমন্দির?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে