মুম্বই: প্রথমে ইংল্যান্ড। তারপর অস্ট্রেলিয়া। দেশের মাটিতে পরপর দুই দেশকে হারিয়ে টেস্ট সিরিজ জিতেছে ভারত (Team India)। স্বাভাবিকভাবেই আপ্লুত ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দিরে গেলেন পুজো দিতে। সঙ্গে ভারতীয় মহিলা দলের কোচ অমল মুজুমদার।


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবার টেস্ট সিরিজ জিতল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ইতিহাসে নাম তুলেছেন হরমনপ্রীত কৌর-স্মৃতি মান্ধানারা। যে দলে ছিলেন বাংলার রিচা ঘোষ, দীপ্তি শর্মারা। না খেললেও স্কোয়াডে ছিলেন তিতাস সাধুও। জোড়া সিরিজ জিতে রোমাঞ্চিত হরমনপ্রীত। সিদ্ধিবিনায়কের কাছে প্রার্থনা জানাতে গেলেন। 


দীর্ঘদিনের পরিশ্রমের পুরস্কার পেয়েছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ জিতে এমনটাই জানিয়েছিলেন ভারতীয় মহিলা দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। তাঁর মতে এই জয়ের পিছনে সকলে নিজেদের একশো শতাংশ দিয়েছেন। এছাড়াও এই জয়ের জন্য দলের বোলিং এবং ব্যাটিং কোচকে বিশেষ কৃতিত্ব দিয়েছেন হরমনপ্রীত কৌর। ম্যাচের পরে হরমনপ্রীত বলেছেন যে, তাঁরা কখনই রক্ষণাত্মক ক্রিকেট খেলেননি। তাদের নতুন স্টাফেরা তাদের সব সময়ে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে বলেছে, আর তাঁরা সেটাই করেছেন।


 






ম্যাচের পরে হরমনপ্রীত কৌর বলেন, ‘এতদিন ধরে আমরা যে কঠোর পরিশ্রম করেছি, এটি হল তারই একটি পুরস্কার। এই জয়ের কৃতিত্বটা অবশ্যই আমাদের সমস্ত সাপোর্ট স্টাফদের। তবে আমাদের বোলিং এবং ব্যাটিং কোচকে বিশেষ কৃতিত্ব দিতেই হবে। আমরা জিনিসগুলিকে সব সময়ে সহজ রাখার চেষ্টা করেছিলাম। এই জয়টা সমস্ত কঠোর পরিশ্রমের জন্য আমাদের একটি পুরস্কার। আমরা এটা বুঝেছি যে যদি আমরা কিছু ইতিবাচক ক্রিকেট খেলতে পারি, তাহলে সেটা সত্যিই আমাদের সাহায্য করবে।’ যোগ করেন, 'আমি বিসিসিআই এবং নির্বাচকদের ধন্যবাদ জানাতে চাই আমাদের সমর্থন করার জন্য। সবাই একসঙ্গে কাজ করলে আপনি ইতিবাচক ফলাফল পাবেন।'                                         


আরও পড়ুন: বিশ্বকাপের সময় চোখে ঝাপসা দেখছিলেন, জানালেন শাকিব


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে