আবীর দত্ত, কলকাতা : এবার দমদমে ( Dumdum )  খোঁজ মিলল গোপাল দলপতির ( Gopal Dalapati )   প্রাক্তন শ্বশুরের। গোপালের প্রাক্তন শ্বশুর তপন রায়চৌধুরীর দাবি, গোপাল ভাল ছিল না। আমার মেয়েকে ভুল বুঝিয়ে বিয়ে করেছিল।

তবে কেন হল বিবাহ বিচ্ছেদ ? গোপালের আগের স্ত্রীর বাবার দাবি, ' গোপালের সঙ্গে এমন কিছু হয়েছিল, যাতে মেয়ে ওকে ছেড়ে চলে আসে। ১৩ বছর আগে ডিভোর্স হয়ে যায়। গোপালকে মেরেওছিলাম। তিহাড় জেলে বন্দি ছিল কেন জানতে চাওয়ায়, গোপাল জানায়, জেল দেখতে গিয়েছিল। এমনই দাবি করলেন গোপাল দলপতির প্রাক্তন শ্বশুর।

হৈমন্তী গঙ্গোপাধ্যায়কে ( Haimanti Ganguly ) চেনেন?  গোপালের প্রাক্তন শ্বশুর তপন রায়চৌধুরী জানিয়ে দেন, তিনি হৈমন্তীকে চেনেন না। সম্প্রতি নিয়োগ দুর্নীতি তদন্তে উঠে এসেছে গোপাল দলপতির নাম। ধৃত কুন্তল ঘোষ টেনে এনেছেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম, যিনি নাকি গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের স্ত্রী। টাকা কোথায় যায়, টাকা নিয়ে কী হয়, সবই নাকি তিনি জানেন।  আরও পড়ুন :

 'নিজেদের কুকীর্তি ঢাকতে হৈমন্তীর নাম ভাসিয়েছে কুন্তল', এবিপি আনন্দে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া গোপাল দলপতির

বৃহস্পতিবার কুন্তলের এই বিস্ফোরক দাবির পর থেকেই খোঁজ শুরু হয় হৈমন্তীর। এখনও খোঁজ নেই হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের। এরই মধ্যে হৈমন্তী ও তাঁর পরিবারকে নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার পর থেকেই হাওড়ার উত্তর বাকসাড়ার বাড়িতে দেখা যায়নি পরিবারের সদস্যদের। বাড়ির দরজা বন্ধ, বাইরে পড়ে রয়েছে দুধের প্যাকেট, খবরের কাগজ। কোথায় গেলেন হৈমন্তী? প্রতিবেশীদের কাছেও তা স্পষ্ট নয়। 

অন্যদিকে আবার, এবিপি আনন্দকে টেলিফোনে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দেন গোপাল। সেখানে তাঁর দাবি, আসল তথ্য গোপন করে তদন্তকারীদের বিভ্রান্ত করতেই কুন্তল ঘোষ হৈমন্তীর নাম সামনে আনছেন। নিয়োগ দুর্নীতিতে হৈমন্তীর কোনও ভূমিকা নেই। মুখোমুখি জিজ্ঞাসাবাদের সময়, গোপালের ব্যাঙ্কের নথিতে নমিনি হিসেবে হৈমন্তীর নাম দেখতে পান কুন্তল। তারপর থেকেই দোষ ঢাকতে হৈমন্তীর নাম ভাসিয়ে দেওয়ার চেষ্টা চলছে। সিবিআই তলবের পর থেকেই বেশ কিছুদিন ধরে গোপালের খোঁজ মিলছে না। যদিও তাঁর দাবি, সিবিআই-কে জানিয়ে সেবি-র কাজে দিল্লিতে গিয়েছেন। কলকাতায় ফিরে খুব তাড়াতাড়ি সিবিআইয়ের কাছে হাজিরা দেবেন। হৈমন্তীও সঠিক সময়ে সামনে আসবেন বলে জানিয়েছেন গোপাল। পাশাপাশি, হৈমন্তীর নামে কোম্পানি খোলা নিয়ে গোপালের দাবি, স্ত্রী কসমেটিক্সের ব্যবসা করতে চাওয়ায় তা খোলা হয়। হৈমন্তীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া চলছে বলেও দাবি করেছেন গোপাল।