শান্তনু নস্কর, গোসাবা (দক্ষিণ ২৪ পরগনা) : আগামী ৩০ অক্টোবর রাজ্যে চার বিধানসভার উপ নির্বাচন। আজ শেষ ভোট প্রচার। নৌকায় চেপে ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল।


আজ গোসাবা ব্লকের বিভিন্ন নদীতে ১০ টি বোটে কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থককে নিয়ে ভোট প্রচার শুরু করেন তিনি। সকালে সুন্দরবনের গোসাবা ব্লকের বিদ্যা, গাড়াল, গোমর নদী সহ বিভিন্ন নদীতে বোটে চড়ে চলে প্রচার। তৃণমূল প্রার্থী জানান, প্রচারের সময় মানুষের যে সাড়া পাচ্ছি, তাতে বিজেপি প্রার্থীর জমানত বাজেয়াপ্ত হয়ে যাবে। আমরা লক্ষাধিক ভোটে জিতব।


শনিবার আরও তিন কেন্দ্রের সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভার উপনির্বাচন। আর নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে তৃণমূল-বিজেপির রাজনৈতিক চাপানউতোরের পারদ! প্রচারে বারবার ঘুরেফিরে আসছে দুটি প্রসঙ্গ, একদিকে 'প্রাইভেট লিমিটেড', অপরদিকে 'মীরজাফর'।


গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের মৃত্যুতে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। গত সোমবার বিজেপি প্রার্থী পলাশ রানার হয়ে গোসাবা বাজারে জনসভা করতে এসে প্রয়াত জয়ন্ত নস্করের প্রসঙ্গ টেনেই তৃণমূলকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'এই তৃণমূল দলে কিছু নেই। এটা একটা প্রাইভেট কোম্পানি। যার মালিক মমতা। আর এমডি হল অভিষেক বন্দ্যোপাধ্যায়।'


উল্টোদিকে কুমারীমারি এবং মোল্লাখালি বাজারে তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডলের হয়ে প্রচার করেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা এবং যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। সেখান থেকে শুভেন্দু অধিকারীকে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল বিধায়ক। সবমিলিয়ে তুঙ্গে রাজনৈতিক পারদ।


এখন শেষ হাসি হাসবে কে, তা জানা যাবে। দোসরা নভেম্বর, চার কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণার দিন।


এদিকে গোসাবার বিডিও বিশ্বনাথ চৌধুরীর উদ্যোগে সুন্দরবনের সংস্কৃতি ধামসা মাদল আর আদিবাসী নৃত্যর মাধ্যমে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভোটের ম্যাসকট বাঘুকে দিয়ে ভোটারদের ভোট দানে উৎসাহিত করা হয়।