রুমা পাল, কলকাতা: শপথ-বিতর্কের মধ্যেই রাজ্য-রাজ্যপাল সংঘাত আরও চরমে। মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারির পর ফের বোসের নিশানায় রাজ্য সরকার। দুর্নীতি প্রসঙ্গ তুলে সরকারকে তুলোধনা সি ভি আনন্দ বোসের।
রাজ্যপালের নিশানায় রাজ্য় সরকার: আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন। বাংলার অর্থনীতি শ্বেতপত্র প্রকাশের দাবিও জানিয়েছেন। আর এবার বাংলার অর্থনীতিকে অন্ধকারে ঠেলে দিয়েছে বলে ফের আক্রমণ করলেন রাজ্যপাল। সি ভি আনন্দ বোস বলেন, 'দুর্নীতি, সন্ত্রাস, জনসাধারণের টাকা নয়ছয়, এটাই এই সরকারের বৈশিষ্ট্য। রাজ্যের আয়ের থেকে ব্যয় খুব বেশি। আর্থ সামাজিক উন্নয়নের জন্য খরচ করা কঠিন। এভাবে যাঁরা সাধারণ মানুষের টাকার অপচয় করছেন, তাঁদের এর মূল্য চোকানো উচিত।'
দুই নব নির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ নিয়ে রাজ্য় সরকার-রাজ্য়পাল সংঘাত চলছেই। এই প্রেক্ষাপটে যোগ হল নতুন মাত্রা। শপথ-টানাপোড়েন নিয়ে চলতি সপ্তাহেই রাজ্যপালকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গ টেনে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঙ্কার দিয়েছেন সি ভি আনন্দ বোস। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী হিসাবে ওনাকে আমি যথাযোগ্য সম্মান ও সমাদর করি। অথচ তিনি মনে করেন যাকে যা খুশি বলা যায়। এমনকী আমার চরিত্র হননেরও চেষ্টা করেছেন। আমার চরিত্র সম্পর্কে মমতা বন্দ্য়োপাধ্যায়ের থেকে কিছু শুনতে রাজি নই। নিজের চরিত্র নিয়ে ভাবুন, আমি এব্যাপারে মুখ খুলতে চাই না। কিন্তু আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুললে, আত্মমর্যাদায় আঘাত দিলে কখনই সহ্য করব না।''
শুধু আইনি পদক্ষেপের পথে হাঁটার হুঁশিয়ারিই নয়, রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে অবিলম্বে শ্বেতপত্র প্রকাশের দাবিও জানান রাজ্যপাল। গতকাল তিনি বলেন, "অর্থনৈতিকভাবে মুখ থুবড়ে পড়েছে পশ্চিমবঙ্গ, এটা দেখে আমি অত্য়ন্ত বিচলিত, হতবাক, মর্মাহত। একজন রাজ্যপাল হিসাবে জরুরি ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক ডেকে রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে অবিলম্বে শ্বেতপত্র প্রকাশের দাবি জানাচ্ছি।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Siliguri News: বেআইনি নির্মাণের অভিযোগ তুলতেই হুমকি! চাঞ্চল্যকর অভিযোগ প্রাক্তন পুলিশ-কর্তার