সনৎ ঝা, শিলিগুড়ি: শিলিগুড়িতে (Siliguri) বেআইনি নির্মাণের (Illegal Construction) অভিযোগ তুলে প্রাণনাশের হুমকি, হেনস্থার শিকার হতে হচ্ছে। চাঞ্চল্যকর অভিযোগ করলেন প্রাক্তন পুলিশ-কর্তা। 


কী অভিযোগ? 


অবসর নেওয়ার আগে অভিজিৎ সাহা ছিলেন শিলিগুড়ি কমিশনারেটের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। প্রাক্তন পুলিশ কর্তার অভিযোগ, দুই বাড়ির মাঝে কমন পাঁচিলের ওপর বেআইনি নির্মাণের কাজ শুরু করেছেন প্রতিবেশী। এই নিয়ে শিলিগুড়ি পুরসভা, থানা থেকে শুরু করে টক-টু-মেয়র অনুষ্ঠানে অভিযোগ জানিয়েও সুরাহা মেলেনি। শুধু তাই নয়, এই নিয়ে নালিশ জানানোর পর থেকেই হেনস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রাক্তন DSP. খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাই নিজের শহরেই আতঙ্কিত প্রাক্তন পুলিশ-কর্তা।                                                 


কী হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর? 


দিনকয়েক আগে বেআইনি নির্মাণ নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। আর এবার বেআইনি নির্মাণ নিয়ে অভিযোগ প্রাণনাশের হুমকির শিকার হতে হচ্ছে বলে দাবি করলেন প্রাক্তন পুলিশ কর্তা। এর আগে গত সপ্তাহে মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, "পুকুর জলাশয় ভরাট হলে, সঙ্গে সঙ্গে অ্য়াকশন নিতে হবে। ভেঙে দিতে হবে। সে যারই হোক, আর যতবড় নেতারই হোক, আর যতবড়ই পুলিশ বা অফিসাররা এরমধ্য়ে জড়িত থাকুক না কেন। অবৈধ নির্মাণ চলছে তো চলছেই। আকাশ সমান বাড়ি উঠে যাচ্ছে। এখন আবার স্টেটের যে কালারটা সেটাও কেউ মানে না। এমনকী ইচ্ছামতো বাড়ি ভেঙে পড়লে দোষ হচ্ছে আমাদের।''


এদিকে এদিন অস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপি করতে দেখা যায় হাওড়ার ডোমজুড়ের বাঁকড়ায়। বেআইনি নির্মাণের অভিযোগে ইটবৃষ্টি, বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ উঠেছে। বেশ কয়েকটি বাড়িও ভাঙচুর করা হয়। বন্দুক নিয়ে দুষ্কৃতী-তাণ্ডবের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল। স্থানীয়দের দাবি, এলাকায় বেআইনি নির্মাণ নিয়ে দুই পাড়ার বিবাদে আজ সকালে উত্তপ্ত হয়ে ওঠে বাঁকড়া। বোমাবাজি ও গুলিও চলে বলে অভিযোগ। ঘটনায় ৩ জন আহত হন। ঘটনাস্থলে যায় পুলিশ, র‍্যাফ ও কেন্দ্রীয় বাহিনী। কী নিয়ে গন্ডগোল, খতিয়ে দেখা হচ্ছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: North Bengal Weather: উত্তরে বিপর্যস্ত জনজীবন, তিস্তা নদীতে অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি