শিলিগুড়ি: ১০০ দিনের বকেয়ার দাবিতে তৃণমূল (TMC Raj Bhawan Abhijan) যখন রাজভবন অভিযান করছে, তখন বিপর্যস্ত উত্তরবঙ্গ (North Bengal Visit) সফরে গিয়ে ১০০ (MGNREGA) দিনের কাজের টাকা না পাওয়ার অভিযোগে ক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। এতেই শেষ নয়। প্রয়োজনীয় পদক্ষেপেরও আশ্বাস দিয়েছেন তিনি। তার আগেই অবশ্য রাজ্যপালকে শিলিগুড়ি সার্কিট হাউসে ঢোকার মুখে কালো পতাকা দেখিয়েছেন তৃণমূল সমর্থকরা। সার্কিট হাউসের বাইরে এখনও বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল সমর্থকরা। ফের রাজ্যপালের কাছে সাক্ষাতের সময় চাইল তৃণমূল। সাংসদ ডেরেক ও'ব্রায়েন ই-মেল করে বলেন, 'উত্তরবঙ্গ সফর সেরে কলকাতায় ফিরলে সাক্ষাতের জন্য সময় দিন। আমরা অপেক্ষায় আছি, আশা করি কবে ফিরবেন, জানাবেন।' সঙ্গে কটাক্ষ, 'রাজ্যপাল বলেছিলেন উত্তরবঙ্গে এসে দেখা করুন। এই জমিদারি সংস্কৃতির বিরুদ্ধেই আমাদের লড়াই।'


কী ছবি?
উত্তরবঙ্গের পরিস্থিতি পরিদর্শনে গিয়ে এদিন স্থানীয়দের বেশ কয়েকজনের অসন্তোষের মুখে পড়তে হয় রাজ্যপালকে। এক মহিলাকে বলতে দেখা যায়, '১০০ দিনের কাজের টাকা পাচ্ছি না। এই পরিস্থিতিতে কী করব?' বিলাপের সুরে তাঁকে আরও বলতে শোনা যায়, '১ কেজি চাল কেনারও টাকা নেই। এখন কী করব?' পাশে দাঁড়িয়ে থাকা আর এক বাসিন্দাকে বলতে দেখা যায়, 'আপনার কাছে একটাই আর্জি, ১০০ দিনের কাজের ব্যবস্থা করুন।' ঘটনা হল, কয়েকদিন আগেই এই ১০০ দিনেরল কাজের বকেয়া আদায়ের দাবি জানাতে দিল্লি পুলিশের হাতে আটক হয়েছিলেন তৃণমূল সাংসদরা। তাঁদের অভিযোগ ছিল, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সময় দিয়েও দেখা করেননি। দেখা না করে কিছুতেই তাঁরা ফিরবেন না, এই মর্মে কৃষি ভবনে বেশ কয়েক ঘণ্টা বসে থাকতে দেখা যায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দোলা সেন, মহুয়া মৈত্র, শান্তনু সেন, বীরবাহা হাঁসদাদের। কিন্তু তার পর, দিল্লি পুলিশ ঢুকে কার্যত টেনেহিঁচড়ে তাঁদের বের করে দেয় বলে অভিযোগ। প্রতিবাদে এই রাজ্যে সরব হন তৃণমূল নেতাকর্মীরা।

থামবে না...
রাজ্যের শাসকদল সাফ জানিয়ে দিয়েছিল, দিল্লিতে যা-ই হয়ে থাক, বকেয়া আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না। এদিন তাই রাজভবন অভিযান ছিল তাঁদের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে রবীন্দ্র সদনের সামনে থেকে মিছিল করা হয়। কিন্তু যখন এই মিছিল হচ্ছে, তখন উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছেন রাজ্যপাল। ঘটনাচক্রে সেখানেও একই জিনিস নিয়ে অভিযোগ শুনতে হল তাঁকে।


 


আরও পড়ুন:ইউজিসি নির্ধারিত যোগ্যতা নেই', যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষকে অপসারণের নির্দেশ হাইকোর্টের