পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেন, কলকাতা : তৃণমূলের (TMC) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের ঘণ্টা দুয়েকের মধ্যেই দিল্লির উদ্দেশ্যে উড়ার ধরলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। সন্ধে সাড়ে ৬ টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন তিনি। যার কিছুটা পরেই ছাড়ে দিল্লির বিমান। যার ঘণ্টাদুয়েক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের ৩০ জনের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যপাল। বিকেল ৪ টে ১০ মিনিট থেকে সাড়ে ৪ টা পর্যন্ত চলে যে বৈঠক। যেখানে আলোচনায় রাজ্যের বঞ্চিতদের সমস্যা রাজ্যপাল কেন্দ্রের কাছে তুলে ধরবেন জানিয়ে আশ্বাস দেওয়ার পরই সন্ধে নাগাদ রাজভবনের সামনে থেকে ধর্না প্রত্যাহার করে নিয়েছে তৃণমূল।


ধর্না তোলার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানান, কেন্দ্রের সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে বাংলার বঞ্চিতদের সমস্যা নিয়ে আলোচনা করবেন বলেই আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। সোমবার বিকেলে নির্ধারিত সময়ে কাঁধে বঞ্চিতদের তথ্য সম্বলিত কাগজ কাঁধে করে বয়ে রাজভবনে যান অভিষেকরা। সূত্রের খবর, তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে সমস্ত তথ্য খতিয়ে দেখে কেন্দ্রের সঙ্গে কথা বলার আশ্বাসও দেন রাজ্যপাল। তৃণমূলের সঙ্গে বৈঠকের প্রেক্ষিতেই কি রাজ্যপালের তড়িঘড়ি দিল্লি সফর ? কেন্দ্রের কোনও প্রতিনিধির সঙ্গে কথা বলতেই কি সিভি আনন্দ বোস দিল্লি উড়ে গেলেন ? কথা বললে, কেন্দ্রের কোন প্রতিনিধির সঙ্গে তিনি কথা বলবেন ? এই সমস্ত প্রশ্নের অবশ্য কোনও উত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। কারণ, বিমানবন্দরে পৌঁছে কোনও মন্তব্য করেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই ঢুকে যান বিমানবন্দরে। তাই আপাতত তিনি কী পদক্ষেপ নেন, সেটা দেখার-জানারই অপেক্ষা। 


একশো দিনের কাজে বকেয়া টাকা কেন্দ্র দিচ্ছে না অভিযোগে প্রথমে দিল্লি ও তারপর কলকাতায় রাজভবনের সামনে ধর্না-অবস্থানে বসে তৃণমূল কংগ্রেস (TMC)। দার্জিলিং রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎও করেছিল তৃণমূলের প্রতিনিধি দল। তারপরও ধর্না জারি ছিল। তৃণমূলের যেমন অভিযোগ টাকা আটকে রাখার। তেমনই বিজেপির পাল্টা অভিযোগ, প্রকল্পে একাধিক অনিয়মের প্রমাণ মেলার জেরেই বন্ধ রয়েছে প্রাপ্য টাকা। 



আরও পড়ুন- 'কোন আইনে কাজ করার পরেও টাকা রাখা হয়েছে?' বকেয়া আদায়ে কেন্দ্রের কাছে দরবারের দাবি তৃণমূলের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial