কলকাতা: আজ তৃতীয়া। পুজোর মুখে দুর্নীতি-হিংসাকে শেষ করব আমরা, এবার এমনটাই হুঙ্কার রাজ্যপালের (Governor)। 'আসুন দুর্গা (Durga Puja) মাকে সাক্ষী রেখে শপথ নিই, দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। হিংসার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে', হিংসা-দুর্নীতির বিরুদ্ধে সবাইকে একসঙ্গে লড়াই করার ডাক রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (CV Ananda Bose)। 


ঠিক কী বলেছেন রাজ্যপাল? 


এদিন রাজ্যপাল বলেন, 'আসুন আজ মাকে সাক্ষী রেখে এই শপথ গ্রহণ করি, যে ভ্রষ্টাচার, এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। হিংসার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। যেমন মা দুর্গা মহিষাসুরকে ও মা কালী রক্তবীজকে বধ করেছিলেন, আমরাও ভ্রষ্টাচারকে শেষ করব। যেমন ভগবান কৃষ্ণ মহিষাসুরকে বধ করেছিলেন। আমরাও হিংসাকে শেষ করব।'                                               


পুজোর আগে শেষ রবিবার উৎসবের আবহে রাজভবন ছেড়ে এদিন পথে নামেন রাজ্যপাল। সেদিন প্রথমেই পৌঁছে যান কুমোরটুলিতে সেখানে মৃৎশিল্পীদের কাজ দেখেন সি ভি আনন্দ বোস। একাধিক শিল্পীর পরিবারের সঙ্গে কথা বলে, তাঁদের হাতে রাজভবনের তরফে উপহারও তুলে দেন তিনি।


আরও পড়ুন, নেই জল, নেই পর্যাপ্ত খাবার, জঞ্জালের স্তূপে মৃতদেহ! যুদ্ধবিধ্বস্ত গাজায় ভয়াবহ পরিস্থিতি


রাজ্যপালের হাতেও, তাঁদের তৈরি মূর্তি উপহার হিসেবে তুলে দেন শিল্পী পরিবারের সদস্যরা। রাজ্যপাল সেখানে বলেন, মা দুর্গা সবাইকে শক্তি দেয়। শক্তির উৎস। কলকাতার পুজো দারুণ ব্যাপার। দারুণ ফিলিং।                                                  


তবে কুমোরটুলিতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময়, রাজ্যপালের সামনে আচমকা জয় বাংলা স্লোগান দেন কয়েকজন, পাল্টা আরেকদিক থেকে 'জয় মা দুর্গা' ও 'জয় শ্রীরাম' স্লোগান ওঠে। কুমোরটুলি থেকে বেরিয়ে রাজ্যপাল সোজা চলে যান একডালিয়া এভারগ্রিনে, যা বরাবরই সুব্রত মুখোপাধ্যায়ের পুজো হিসেবে পরিচিত। একডালিয়া এভারগ্রিন সূত্রে খবর, সোমবার এই পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তার আগেই এদিন একডালিয়ার পুজো প্রস্তুতি খতিয়ে দেখেন সি ভি আনন্দ বোস।