কলকাতা: রবিবার ডিওয়াইএফআই-এর ব্রিগেড সমাবেশ ( DYFI Brigade Rally )। বাড়ি গিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে আমন্ত্রণ জানালেন মীনাক্ষী মুখোপাধ্যায়রা। রবিবারের ব্রিগেড সমাবেশ বড় হবে, ভাল হবে, মীনাক্ষীদের বার্তা বুদ্ধদেব ভট্টাচার্যর ( Former CM Buddhadeb Bhattacharya)।


৫০ দিনের ২ হাজার ২০০ কিলোমিটার ইনসাফ যাত্রার পর রবিবার বাম যুবর ব্রিগেড সমাবেশ। লোকসভা ভোটের আগে কাল বাম যুবর ব্রিগেড সমাবেশ। ব্রিগেডের সাফল্য কামনা করে বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর। রবিবার বাম যুবর ব্রিগেড সমাবেশ, জেলা থেকে কলকাতায় কর্মী-সমর্থকরা। ডিওয়াইএফআই-এর ব্রিগেড সমাবেশে বক্তা মহম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়। ব্রিগেড সমাবেশে বক্তা ডিওয়াইএফআই-এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য এবং ব্রিগেডের বক্তা ডিওয়াইএফআই-এর প্রাক্তন রাজ্য সম্পাদক আভাস রায়চৌধুরী।


DYFI-এর উল্টো ব্রিগেড থেকে, লোকসভায় উলটপুরাণের আশায় সিপিএম! বিগত লোকসভা-বিধানসভা ভোটে শূন্য ঝুলির ট্র্যাডিশন কাটাতে, DYFI-এর ব্রিগেডকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন আলিমুদ্দিনের নেতারা।ইনসাফের দাবিতে ২২০০ কিলোমিটার পথ পার করেছেন সিপিএমের যুব সংগঠনের নেতা-নেত্রী-কর্মী-সমর্থকরা! ৫০ দিনের ইনসাফ যাত্রার পর রবিবার ব্রিগেডে শক্তি প্রদর্শন করতে চলেছে DYFI. হাইভোল্টেজ লোকসভা ভোটের আগে, রাজ্য়জোড়া কর্মসূচিতে বিপুল সাড়া দেখে উচ্ছ্বসিত সিপিএম।সিপিএম রাজ্য সম্পাদক  মহম্মদ সেলিম বলেছেন , 'ব্রিগেড তার ছন্দ খুঁজে পাবে। মাঝখানে যে ছন্দপতন হয়েছে রাজ্যে রাজনীতিতে, সংস্কৃতিতে, শিক্ষায়, সাহিত্যে, শিল্পে, প্রশাসনে, সেই ছন্দপতন রোধ করার জন্য যুবরা শপথ নেবে, জনগণ তাদের সাথ দেবে।' 


ইনসাফ ব্রিগেড ব্যানার টাঙানো মূল মঞ্চটি হবে দৈর্ঘ্যে ৩২ ফুট ও চওড়ায় ২৪ ফুট। দ্বি-স্তরীয় মূল মঞ্চে থাকবে চার ফুট বাই চার ফুটের রস্টাম।এখানেই বক্তব্য রাখবেন নেতা, নেত্রীরা।মূল মঞ্চের ডান দিক ও বাঁ দিকে দৈর্ঘ্যে ৪০ ফুট ও চওড়ায় ৪০ ফুটের দুটি আলাদা মঞ্চ থাকছে। এই মঞ্চ দুটিতে থাকবেন মৃত বাম কর্মীদের পরিবারের সদস্য ও পার্টি নেতৃত্ব। ব্রিগেডজুড়ে এবং আশেপাশের রাস্তায় লাগানো হচ্ছে ৬৫০ মাইক। এবারই প্রথম ব্রিগেডে মঞ্চ তৈরি হচ্ছে পার্ক স্ট্রিটের সামনে অর্থাৎ ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে মুখ করে।  


আরও পড়ুন, 'স্বপ্ন সফল, কাজ পাবে বেকার-হকার..', শিয়ালদা-বালুরঘাট ট্রেনের সূচনায় মন খুললেন জেলার বাসিন্দারা


ব্রিগেড সমাবেশে বক্তার তালিকায় নাম রয়েছেন, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম,DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, DYFI-এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা,SFI-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য ও DYFI-এর প্রাক্তন রাজ্য সম্পাদক আভাস রায়চৌধুরী। শহরের বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডে আসবে ৭টি মিছিল। শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, শ্যামবাজার, হাজরা,পার্ক সার্কাস, সেন্ট্রাল মেট্রো স্টেশন,সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ব্রিগেডমুখ হবে মিছিল।ইতিমধ্যে দূরের জেলাগুলি থেকে আসতে শুরু করেছেন DYFI-এর কর্মী সমর্থকরা। এতদিন বাংলার মানুষ ব্রিগেডে শুধু রাজনৈতিক দলগুলিকে সমাবেশ করতে দেখেছে।তবে এবার কোনও রাজনৈতিক দলের যুব সংগঠনের ডাকে ব্রিগেডে সমাবেশ হচ্ছে। তাই ময়দান ভরানোটা ডিওয়াইএফআইয়ের কাছে বড় চ্যালেঞ্জ। ব্রিগেড ভর্তি হলেও ভোটবাক্সে কি প্রভাব পড়বে? তা সময়ই বলবে।