কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : রাজ্য-রাজ্যপাল সংঘাতে ফের নতুন মোড়। শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) গ্রেফতারের দাবিতে আন্দোলনে সুর চড়াচ্ছে তৃণমূল (TMC)। এবার রাজ্যপালের কাছে তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধিদল। ব্রাত্য বসুর নেতৃত্বে স্মারকলিপি জমা দেন তারা। যদিও সেই প্রতিনিধিদলের কাছেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তোপ দাগেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankar)।
মুখ্যমন্ত্রীর উদ্দেশে তৃণমূলের প্রতিনিধিদলকে রাজ্যপালের বার্তা
তৃণমূলের প্রতিনিধিদলকে রাজ্যপালের বার্তা, 'সাংবিধানিক দায়িত্ব পালন করুন মুখ্যমন্ত্রী। আইনের শাসন মানতে হবে, শাসকের আইন নয়। আইনের শাসন নিশ্চিত করুক রাজ্য সরকার'। রাজভবনের পক্ষে ট্যুইট করে সংযোজন, 'সিন্ডিকেট-মাফিয়ারাজকে কড়া হাতে নিয়ন্ত্রণ করতে হবে। আক্রান্তদের আর্থিক সাহায্যের ক্ষেত্রেও তোষণ রাজনীতি বন্ধ করতে হবে।' স্বাভাবিক কারণে যে বক্তব্যের পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও।
রাজ্যপালকে পাল্টা তৃণমূলের
‘রাজ্যপালের ট্যুইট পক্ষপাতমূলক, বিজেপির (BJP) মতো কথা। বিকৃত এবং রাজনীতিক উদ্দেশ্যপ্রণোদিত ট্যুইট কাম্য নয়। তৃণমূলের দাবি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একটিও কথা লেখেননি। রাজ্যপালের ট্যুইটের পাল্টা ট্যুইট কুণাল ঘোষের (Kunal Ghosh)।
প্রসঙ্গত, রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাওয়া তৃণমূলের প্রতিনিধিদলে ছিলেন কুণাল ঘোষ, শশী পাঁজা, তাপস রায়, ফিরোজা বিবি, অর্জুন সিং, বিশ্বজিৎ দেব ও সায়নী ঘোষ। বৈঠকে কেন্দ্রীয় এজেন্সিকে অপপ্রয়োগের অভিযোগের বিষয়টি তাঁরা রাজ্যপালের কাছে তুলে ধরেছেন বলে দাবি। নারদে কেন গ্রেফতার নন শুভেন্দু সেই প্রশ্নও উঠেছে বলে দাবি করেন কুণাল ঘোষ।
আরও পড়ুন- 'বিজেপিকে যোগ্য জবাব দিয়েছে আসালসোলবাসী', শত্রুঘ্নর প্রশংসায় পঞ্চমুখ মমতা