সমীরণ পাল, কৃষ্ণেন্দু অধিকারী এবং আশাবুল হোসেন, উত্তর ২৪ পরগনা ও কলকাতা: অসুস্থ রাজ্যপাল। মতুয়াদের বারুণী মেলায় গেলেন না রাজ্যপাল জগদীপ ধনখড়। মেলায় যাওয়ার জন্য বেরলেও মাঝপথ থেকেই ফিরলেন রাজভবনে। সূত্রের খবর, কৈখালি থেকেই গাড়ি ঘুরিয়ে নেওয়া হয়। সেখান থেকেই রাজভবনে ফেরেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
সূত্রের খবর, এদিন কৈখালিতে শারীরিক সমস্যা অনুভব করেন রাজ্যপাল, তখনই গাড়ি ঘুরিয়ে নেওয়া হয়। রাজ্যপালের ওএসডি মতুয়া মেলা কর্তৃপক্ষকে জানান, এদিন রাজ্যপাল যেতে পারবেন না। তারপরেই সোজা রাজভবনে আসে রাজ্যপালের গাড়ি। রাজভবন সূত্রে জানা গিয়েছে, এদিন হজমের সমস্যা হয়েছে রাজ্যপালের। যদিও চিকিৎসকরা কিছু জানাননি এখনও। রাজভবন সূত্রে জানা গিয়েছে, রাজভবনে পৌঁছেও চিকিৎসা চলছে রাজভবনে। এসএসকেএমের সঙ্গে এবং একটি বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এদিন বারুণী মেলায় যাওয়ার পর ঠাকুরবাড়িতেও যাওয়ার কথা ছিল রাজ্যপালের। সেখানে শান্তনু ঠাকুরের তাঁর সঙ্গে দেখা করার কথা ছিল। শারীরিক অসুস্থতার কারণেই রাজ্যপাল আসতে পারবেন না বলে জানিয়েছেন শান্তনু ঠাকুর।
মমতার ফোন:
সূত্রের খবর, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই রাজ্যপালের শারীরিক অবস্থার খোঁজ নিতে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনেই রাজ্যপালের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, রাজ্যপালের সুস্থতা কামনা করেন, সাবধানে থাকার পরামর্শ দেন। যে কোনও প্রয়োজনে রাজ্য সরকার সাহায্য করবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: নিখরচায় লেখাপড়া এবং চিকিৎসার সুযোগ সহায়কদের পরিবারকে, রাজ্যসভায় জানালেন রেলমন্ত্রী