কলকাতা: দার্জিলিং (Dajeeling) সফর কাটছাঁট করে কলকাতায় (Kolkata) ফিরেই রিষড়াকাণ্ডে (Rishra) কড়া বার্তা রাজ্যপালের (Governor)। তিনি বলেন, 'গত কয়েকদিন ধরে চলা অশান্তির ঘটনা আমরা জানি। যারা সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করে, তাদের ছাড় নয়। আমরা সকলে একসঙ্গে শান্তিরক্ষা করব। যারা অশান্তি করছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করব। মানুষের শান্তিতে বাঁচার অধিকার আছে। যে কোনও মূল্যে সেই পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে'।                                                                                                        


রিষড়াকাণ্ডের জেরে উত্তরবঙ্গ (North Bengal) সফরের মাঝপথেই কলকাতায় ফিরছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর,  আগামীকাল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিয়ে বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা ছিল রাজ্যপালের। কিন্তু রিষড়াকাণ্ডের জেরে সেই কর্মসূচি বাতিল করে, তড়িঘড়ি আজই বাগডোগরা থেকে বিমানে কলকাতায় ফিরছেন সি ভি আনন্দ বোস। 


দার্জিলিং সফর কাটছাঁট করে কলকাতায় ফিরলেন রাজ্যপাল। রিষড়াকাণ্ডের জেরেই সফর কাটছাঁট রাজ্যপালের, সূত্রের খবর। কাল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেওয়ার কথা ছিল রাজ্যপালের। কিন্তু রিষড়াকাণ্ডের জেরে কর্মসূচি বাতিল করে শহরে ফিরছেন রাজ্যপাল, সূত্রের খবর।


এদিকে, রিষড়ার চার নম্বর রেল গেট এলাকাজুড়ে গতকাল রাতের তাণ্ডবের চিহ্ন। রেল গেটের কাছে পাথরবৃষ্টিতে একটি মিষ্টির দোকানে অ্যাসবেস্টসের ছাউনি ক্ষতিগ্রস্ত হয়। যত্রতত্র পড়ে রয়েছে কাচের বোতল, পাথরের টুকরো। রেললাইন তুলে পাথর ছোড়া হয়। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। রবিবার থেকে তাণ্ডব চলছে। পুলিশের টহলদারি সত্ত্বেও গতকাল কীভাবে দুষ্কৃতী এই ঘটনা
ঘটাল, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।  


আরও পড়ুন, 'শিক্ষাগত যোগ্যতা নয়, মোদির ক্যারিশ্মাই জিতিয়েছে তাঁকে'


অন্যদিকে, রিষড়াকাণ্ডে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সুকান্ত মজুমদার ধর্নায় বসার আগেই মঞ্চ খুলল পুলিশ। আজ সকাল ১১টা থেকে শ্রীরামপুরের বটতলায় অবস্থানে বসার কথা ছিল বিজেপি রাজ্য সভাপতির। তার আগেই মঞ্চ খুলে দেয় পুলিশ। সুকান্ত ছাড়াও এই ধর্না-অবস্থানে যোগ দেওয়ার কথা পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর। শ্রীরামপুর, রিষড়ার  একাধিক জায়গায় আজও জারি রয়েছে ১৪৪ ধারা।