কলকাতা: রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে বলে জানালেন রাজ্যপাল (Governor)। মানুষের স্বার্থের সঙ্গে জড়িত কোন কাজে যেন দেরি না হয়, এটাই প্রধানমন্ত্রীর অবস্থান বলেও মন্তব্য করেন সি ভি আনন্দ বোস (C V Anand Bose)।               


বকেয়া ইস্যুতে ধর্নায় তৃণমূলনেত্রী: লোকসভা ভোটের আগে, ফের মোদি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। রেড রোডে আম্বেদকরের মূর্তির পাদদেশে, ৪৮ ঘণ্টা ধরে ধর্না-অবস্থানের কর্মসূচি করেছেন তিনি। এর মধ্য়ে, গত বৃহস্পতিবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাতের পরই রাজ্য়পাল সি ভি আনন্দ বোস দাবি করেছিলেন, রাজ্য়ের বকেয়া টাকা মিটিয়ে দেবে কেন্দ্র।                        

কী বললেন রাজ্যপাল?


এই চাপানউতোরের আবহে, জল জীবন মিশন প্রকল্পে রাজ্য় সরকারকে ১ হাজার কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর তারপর শনিবার ফের রাজ্যের বকেয়া নিয়ে মুখ খুলেছেন রাজ্যপাল। তিনি বলেন, “কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্প্রতি আমার কথা হয়েছে। প্রাথমিক লক্ষ ছিল, পশ্চিমবঙ্গবাসীর কল্যাণের জন্য বকেয়া টাকা যাতে দ্রুত পাওয়া যায়। পায়, সেই কারণে এই উদ্যোগ। আলোচনা খুবই ইতিবাচক হয়েছে। রেজাল্টও সদর্থক। কোনও সময় নষ্ট না করে, পশ্চিমবঙ্গবাসীর কল্যাণে কী করা যায় এবং দ্রুত করা যায় - সেই বিষয়ে ভারত সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী খুবই উৎসাহী।’’


এদিকে শুভেন্দু অধিকারীর নিশানা করেন রাজ্যপাল। গতকাল তিনি বলেন, "রাজ্যপাল অনেক কথা বলেন, কেউ গুরুত্ব দেন না। গতকাল জগদীপ ধনকড়-অমিত শাহ-র সঙ্গে দেখা করে বাংলার হয়ে সওয়াল করেছেন বোস। কখন প্রেম-প্রীতি-ভালবাসা, আর কখন ঝগড়া, আমি বলতে পারব না।'' বিরোধী দলনেতাকে এদিন পাল্টা জবাব দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি বলেন, "কোনও নির্দিষ্ট সরকার নয়, আমি বাংলার মানুষের স্বার্থের পক্ষে।''                                    


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Madhyamik 2024: দ্বিতীয় দিনেও বিপত্তি, সোশাল মিডিয়ায় মাধ্যমিকের প্রশ্নের ছবি, বাতিল ১২ জনের পরীক্ষা