চঞ্চল মজুমদার, দক্ষিণ দিনাজপুর: দাদুকে খুনের অভিযোগে আঙুল উঠল নাতির দিকে। মৃতের নাম গৌড়লাল সরকার। বয়স ৮০ বছর।  দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে শুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর গ্রামের ঘটনা। খবর ছড়াতেই চাঞ্চল্য এলাকায়।


কী জানা গেল?
গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন গৌড়লাল সরকার। বহু খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান মেলেনি বলে দাবি করেন গ্রামবাসীরা। সূত্রের খবর, প্রবীণের নাতির আচরণে সন্দেহ বেড়েছিল গ্রামবাসীদের। থানায় অভিযোগ জানান তাঁদেরই অনেকে। পুলিশ নাতি ও নাতবউকে আটক করেছে। তার পরই আজ ১২টা নাগাদ বাড়ির পাশেই এক ডোবা থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। খবর মিলতেই তীব্র আলোড়ন স্থানীয়দের মধ্যে। দক্ষিণ দিনাজপুরের এই ঘটনা মাসদুয়েক আগেকার একটি ঘটনার কথা মনে করিয়ে দিয়েছে অনেককেই। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল মুর্শিদাবাদের রাজধরপাড়ায়।


আগেও ঘটনা...
সেপ্টেম্বরের মাসের শেষ দিক। বহরমপুরের রাজধরপাড়ায়  বৃদ্ধ দম্পতি খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল তাঁরই দুই নাতিকে। ধৃতদের নাম মোজাম্মেল সেখ  ও সোহেল রানা। পুলিশি জেরায়, তাঁরা তাঁদের অপরাধ স্বীকার করেছেন বলে জানা যায়। সূত্রের খবর, ধৃতরা দাদুর কাছে থেকে পৈতৃক সম্পত্তি না পাওয়ার জন্যই এই খুন করেছে। ধৃতদের বৃহস্পতিবার সিজিএম আদালতে তুলে পুলিশ হেফাজতে নিতে চায় পুলিশ। তার আগে অগাস্ট মাসে, টাকা নিয়ে বচসা, মদ্যপ অবস্থায় মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে এক ছেলের বিরুদ্ধে ওঠে। তার পর রাতভর মায়ের মৃতদেহ আগলে একই ঘরে রাত্রিবাস করেন তিনি, অভিযোগ ছিল এমনও। চাঞ্চল্য ছড়ায় ডুয়ার্সের বানারহাট থানার তেলিপাড়া চা বাগান এলাকায়। ভয়ঙ্কর মৃত্যুর ঘটনা শোনা গিয়েছে আগেও। ২০১৩ সালের ১৫ জুলাই বাড়িতেই ছেলের হাতে খুন হন ঠাকুরপুকুরের পরেশনাথ-ঊষারানি সরকার। বাড়িতেই মাথা কেটে পরেশনাথ-ঊষারানি সরকারকে খুনের অভিযোগ ওঠে ছেলের বিরুদ্ধে। তদন্তে জানা যায়, বাড়ির দোতলায় বাবা এবং  একতলায় মাকে গলা কেটে খুন করে ছেলে। এখানেই শেষ নয়, নৃশংসভাবে খুনের পরেও দু’জনের মৃতদেহ একতলায় আনার পরে পাশের ঘরে রাত কাটায় ছেলে। এদিকে পরের দিন মিস্ত্রী ডেকে বাড়ির মধ্যে চৌবাচ্চার গর্ত খোঁড়ার সময় সন্দেহ হয় আত্মীয়দের। এরপর সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেয় আত্মীয়রাই। খবর পুলিশের কাছে পৌঁছতেই গ্রেফতার করা হয় ছেলে শোভন সরকারকে। ইতিমধ্যেই কেটে গিয়েছে ৯ বছর। সম্প্রতি ঠাকুরপুকুরে বাবা-মাকে নৃশংসভাবে খুনে দোষী সাব্যস্ত হয়েছে ছেলে শোভন সরকার। অভিযুক্ত ছেলের ফাঁসির সাজা ঘোষণা করেছে আদালত।


আরও পড়ুন:'বদলির ছাড়পত্র স্বরাষ্ট্রমন্ত্রকের', সিট প্রধানের বদল চেয়ে আদালতে সিবিআই