কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় (Group C Recruitment Scam Case) নয়া মোড়। সিবিআই সূত্রে খবর, 'গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় এবার তলব করা হল 'অযোগ্য' চাকরি প্রাপকদের। যাদের চাকরি থেকে বরখাস্ত করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) এমন ১০ জনকে তলব করা হয়েছে। আগামী সোমবার থেকে পর পর কয়েকদিন তাদের ডাকা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নোটিস পাঠানো হয়েছে। চাকরি পেতে কাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন? কত টাকায় চাকরি কিনেছিলেন? জানতেই তলব'।


প্রসঙ্গত, মার্চের দ্বিতীয় সপ্তাহে, নিয়োগে বেলাগাম দুর্নীতি (Recruitment Scam), নবম-দশম, গ্রুপ ডির পরে  গ্রুপ সি তে কর্মরত ৮৪২ জনের  চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (HC Justice Abhijit Ganguly)। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি-তে চাকরি পেয়েছিলেন ২০৩৭ জন। আর এবার গ্রুপ সি তে কর্মরত ৮৪২ জনের চাকরি বাতিল করা হয়েছে। মূলত ওএমআর শিট বিকৃত করার অভিযোগেই এই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। 


গ্রুপ সি-তে নিযুক্ত ৪১.৩৩ শতাংশের চাকরিই বাতিল করেছিল হাইকোর্ট। ২০১৬ র নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি-তে চাকরি পান ২০৩৭ জন, চাকরি যায়  ৮৪২ জনের। 'চাকরিচ্যুতদের কেউ স্কুলে ঢুকতে পারবেন না, স্কুলের জিনিসে হাতও দিতে পারবেন না'। গ্রুপ সি-তে ৮৪২জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়ে জানিয়ে দিয়েছিল হাইকোর্ট। চাকরিচ্যুতদের বেতন ফেরতের বিষয় নিয়ে পরে সিদ্ধান্ত, জানিয়েছিল হাইকোর্ট।


চাকরি বাতিলের পরিসংখ্যান


গ্রুপ সি-তে ৮৪২ জনের চাকরি বাতিল
গ্রুপ ডি-তে ১ হাজার ৯১১ জনের চাকরি বাতিল
প্রাথমিকে ২৫২জনের চাকরি বাতিল
নবম-দশমে ৬১৮জনের চাকরি বাতিল


আরও পড়ুন, গুণের 'খনি', কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কমলা লেবু ?


আরও পড়ুন, তাজা নাকি ফ্রিজের সবজি ? কোনটা উপকারী ?


মূলত ধাপে ধাপে এর আগেও একাধিকবার চাকরি বাতিল হয়েছে, এর আগে প্রথমে গ্রুপ ডি, তারপর নবম-দশমের শিক্ষক (Teachers Sacked)। প্রথম ধাপে ৬১৮ জন, তারপর আরও ১৫৭ জন 'অবৈধ' শিক্ষকের চাকরি গেল। স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) পক্ষ থেকে বিবৃতি জারি করে অবৈধ শিক্ষকদের তালিকা প্রকাশ করে তাঁদের চাকরি যাওয়ার তথ্য জানানো হয়েছে। এই তালিকায় বিভিন্ন বিষয় ভিত্তিক 'অবৈধ' শিক্ষক-শিক্ষিকাদের তালিকা প্রকাশ করা হয়েছে। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশের ভিত্তিতে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল বলেই জানানো হয়েছে।