সোমনাথ মিত্র, গুড়াপ: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে সজোরে ধাক্কা মারল অন্য একটি চারচাকা গাড়ি। এর ফলে মৃত্যু হল ২ জনের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আরও তিন জন। রবিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ১৯ নম্বর জাতীয় সড়কের গুরাপ থানা এলাকায় ডানকুনিমুখী লেনে।


আরও পড়ুন: Bhupatinagar Blast Case: ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে NIA-এর চার্জশিটে নাম দুই তৃণমূল নেতার, তোপ বিরোধীদের


 পুলিশ সূত্রে জানা গেছে, একটি গাড়ি করে একই পরিবারের চারজন (চালক সহ ৫জন) বর্ধমানের দিক থেকে ডানকুনিমুখী রাস্তা ধরে যাচ্ছিল। গুড়াপের বশীপুর এলাকার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে গাড়িটি। দুমড়ে মুছড়ে লরির ভিতরে ঢুকে যায় গাড়ির অনেকটা অংশ। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনাগ্ৰস্থ গাড়ির ভিতর থেকে কোনওক্রমে পাঁচজনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা দুজনকে মৃত বলে জানায়। বাকি তিনজন গুরুতর আহত অবস্থায় ভর্তি বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। জানা গেছে মৃত ও আহতরা কলকাতার বেহালার বাসিন্দা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।