কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: প্রয়োজনে ফের নেওয়া হবে সিইউইটি-ইউজি (CUET UG 2024) পরীক্ষা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) জানিয়েছে, পরীক্ষার্থীদের অভিযোগের সত্যতা মিললে ফের পরীক্ষা ১৫ থেকে ১৯ জুলাই হবে।
দেশজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা হয়েছিল মে মাসে। NEET UG-তে প্রশ্নফাঁস এবং গ্রেস মার্কস নিয়ে বিতর্কে সম্প্রতি গোটা দেশে তোলপাড় পড়ে যায়। আর এই পরীক্ষা বিতর্কের মধ্যেই সিইউইটি-ইউজি নিয়ে নতুন সিদ্ধান্তের ঘোষণা এনটিএ-র। আগামী মঙ্গলবার, ৯ জুলাই সন্ধে ৫ পর্যন্ত অভিযোগ জানাতে পারবেন পরীক্ষার্থীরা। এদিন এক্স হ্যান্ডেলে ন্যাশনাল টেস্টিং এজেন্সি লিখেছে, পরীক্ষার্থীরা http://exams.nta.ac.in/ লগ ইন করে নিজেদের OMR শিট দেখতে পারবেন। জানাতে পারবেন প্রতিক্রিয়াও। ৯ জুলাই বিকেল ৫টা পর্যন্ত করা যাবে চ্যালেঞ্জ।
পরীক্ষা বির্তকের আবহে পরীক্ষা নিয়ামক সংস্থা NTA-র গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে আগেই। গত ৩০ জুন সিইউইটি-ইউজি ফলপ্রকাশের কথা ছিল। রেজাল্টে বিলম্ব তো হয়েছেই, এবার অভিযোগ পথ খুলে দিল NTA। NTA-র তরফে জনানো হয়েছে, সারা দেশে চলতি বছর ১৩ লক্ষের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। ১৫টি বিষয়ে খাতায় কলমে পরীক্ষা নেওয়া হয়। ৪৮টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয় কম্পিউটার বেসড। NTA-র তরফে জানানো হয়েছে, বিশেষজ্ঞ একটা প্যানেল তৈরি করা হবে। তারা ছাত্রছাত্রীদের অভিযোগ খতিয়ে দেখবেন। পরীক্ষার্থীরা যে চ্যালেঞ্জ বা অভিযোগ জানাবে তার সত্যতা প্রমাণিত হলে ফের পরীক্ষা নিতে প্রস্তুত NTA।
এদিকে সুপ্রিম কোর্টে মৌখিকভাবে বললেও, শনিবার হয়নি NEET UG-র কাউন্সেলিং। সোমবার সুপ্রিমকোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের তরফে সুপ্রিমকোর্টে বলা হয়েছিল, অনিময় শুধু বিহার ও গুজরাতে হয়েছে। তাই পুরো পরীক্ষাটাই বাতিল করে দেওয়া ঠিক হবে না। শনিবার (৬ জুলাই) থেকে NEET UG-র কাউন্সেলিং শুরু হবে। এই পরিস্থিতিতে, শনিবার সকালে সংবাদসংস্থা ANI-এর তরফে বলা হয়, সূত্রের দাবি, NEET UG-র কাউন্সেলিং অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। এরপরই, স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, NEET UG-র কাউন্সেলিয়ের দিনক্ষণ ঘোষণা হয়নি। ফলে, কাউন্সেলিং পিছিয়ে যাওয়ার বিষয়টি ঠিক নয়। অন্যদিকে, সংবাদ সংস্থার PTI জানিয়েছে, চলতি মাসের শেষে হতে পারে NEET UG-র কাউন্সেলিং।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Kolkata Fire: কলকাতায় ফের অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচতে ঝাঁপ এক ব্যক্তির
Education Loan Information:
Calculate Education Loan EMI