সমীরণ পাল, হাবরা: নেশার ঘোরে মায়ের গলা কেটে খুন করল পালিত ছেলে। পাশবিক এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া থানার (Habra News) অন্তর্গত হিজল পুকুর এলাকায়। বিষয়টিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় এলাকায়। 


স্থানীয় সূত্রে জানা গেছে, নেশা করার জন্য প্রায়দিনই মায়ের সঙ্গে গণ্ডগোল হল অভিযুক্ত পালিত ছেলের। রবিবার সেই অশান্তি চরমে ওঠে। আর সেই সময়ই মায়ের গলা কেটে খুন করে সবার অলক্ষ্যে দোতালার পেছন থেকে পালিয়ে যায় অভিযুক্ত ছেলে। পরিবারের তরফে তার বিরুদ্ধে হাবড়া থানায় অভিযোগ দায়ের করার পর তদন্ত শুরু করেছে পুলিশ।


আরও পড়ুন: Swasthyasathi: 'বিলে বেনিয়ম', এবার স্বাস্থ্যসাথী নিয়ে সাঙ্ঘাতিক কড়া রাজ্য, বড় বদল নিয়মে


মৃত মহিলার পরিবারের অভিযোগ, হাবড়া থানার হিজল পুকুরের বাসিন্দা নিঃসন্তান দম্পতি জয় গোপাল বিশ্বাস ও রুবি বিশ্বাস ছোট থেকেই পুত্র স্নেহে মানুষ করেছেন অয়ন বিশ্বাসকে। কিন্তু, পরবর্তীতকালে নেশায় আসক্ত হয়ে পড়ে অয়ন। এই বিষয় নিয়ে যথেষ্ট মনমরা ছিলেন ৬৫ বছরের মা রুবি বিশ্বাস। নেশা ছাড়ানোর জন্য বিভিন্ন উপায়ের সাহায্যে নিলেও পালিত ছেলে অয়নকে মূল স্রোতে ফেরাতে ভর্তি করা হয় নেশামুক্তি কেন্দ্রে। 


আরও পড়ুন: Tarakeswar Lynching : যে টাকার জন্য খুন, সে টাকা অভিযুক্তের বাড়িতেই ! তারকেশ্বর গণপিটুনি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য


তার পরিবার চেয়েছিল, নেশা মুক্তি কেন্দ্রে চিকিৎসার পর অয়ন যাতে স্বাভাবিক ছন্দে ফিরতে পারে। ‌কিন্তু, তা হয়নি। উল্টে নেশা করতে বারণ করায় বৃদ্ধা মায়ের ধারালো অস্ত্র দিয়ে কেটে তাঁকে খুন করে অয়ন।  মৃত রুবি বিশ্বাসের দেবর অভিযোগ, রবিবার সকালে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর পালিত ছেলে অয়নের। তারপরই ঘরের দরজা বন্ধ করে অস্ত্র দিয়ে মায়ের গলা কেটে পালিয়ে যায় অভিযুক্ত ছেলে। গোটা ঘটনার বিবরণ জানিয়ে পরিবার থেকে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এদিকে এই ঘটনার কথা শুনে হতবাক হয়ে গেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Kangana Ranaut On Chopra : ''শরিয়তি আইন প্রয়োগ করা হয়েছে'', এবার কঙ্গনার নিশানায় মমতা