বিটন চক্রবর্তী, হলদিয়া (পূর্ব মেদিনীপুর): হলদিয়া (Haldia) শিল্পাঞ্চলে এই পোস্টার ঘিরেই তৃণমূলের (TMC) শ্রমিক সংগঠনের গোষ্ঠীকোন্দলের অভিযোগ সামনে চলে এল । পূর্ব মেদিনীপুরের (East Midnapur) কোলাঘাট (Kolaghat) তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে বিভিন্ন জায়গায় এমন একাধিক পোস্টার পড়েছে । শ্রমিক ঐক্য মঞ্চের নামে দেওয়া ওই পোস্টারে, শ্রমিক নেতাদের তুলোধোনা করা হয়েছে । তোলা আদায়, শিল্পপতিদের দালালি, শ্রমিকস্বার্থ রক্ষার পরিবর্তে নিজেদের আখের গোছানো, এমন একাধিক অভিযোগ আনা হয়েছে পোস্টারে ।


তোলাবাজি সহ একাধিক ইস্যুতে শ্রমিক নেতাদের কাঠগড়ায় তুলে কোলাঘাট তাপবিদ্যুৎকেন্দ্রে পোস্টার। তা নিয়ে INTTUC জেলা সভাপতির নিশানায় সংগঠনেরই নেতা! কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি (BJP) ।


পোস্টারে কোনও রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের নাম উল্লেখ করা না থাকলেও, নিশানায় যে INTTUC নেতারা শুরুতেই তা স্পষ্ট। হলদিয়া (Haldia) শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষে লাগাম টানতে, গত বছর সেপ্টেম্বরে বিশেষ হেল্পলাইন নম্বর চালু করে INTTUC । ওই ফোন নম্বরের উল্লেখ করে পোস্টারের শুরুতেই লেখা হয়েছে, কাজ তো হয়ই না। উল্টে টাকা দাবি করা হয় । 


কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মী ও আইএনটিটিইউসি (INTTUC)-র তমলুক সাংগঠনিক জেলার সদস্য এই দাবি করলেও, এই বিতর্কিত পোস্টারের জন্য তাঁকেই কাঠগড়ায় তুলেছে জেলা নেতৃত্ব । 


তমলুক সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির (INTTUC) সভাপতি শিবনাথ সরকারের কথায়, এই লিফলেটের পিছনে আব্দুল মান্নানই জড়িত। কারণ তিনি অনেক টাকা তুলেছেন। তা নিয়ে আমাদের কাছে অভিযোগ এসেছে । সেবিষয়ে উত্তর দিতে বলা হয়েছিল। জেলা কমিটি ব্যবস্থা নেওয়ার আগে বিভ্রান্ত করার চেষ্টা । 


বিএমএস রাজ্য কমিটির সহ সভাপতি প্রদীপ বিজলি বলছেন, 'শ্রমিককে শোষণ করে আইএনটিটিইউসি। তারই প্রতিফলন লিফলেটে। যাবতীয় অভিযোগ অস্বীকার করে কোলাঘাটের INTTUC নেতার বক্তব্য, ভিত্তিহীন কথা বলা হচ্ছে। দরকারে আমার বিরুদ্ধে তদন্ত করাক। দোষী প্রমাণিত হলে সংগঠনের পদ ছেড়ে দেব।'