ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: বাগুইআটি (Baguiati) থেকে উদ্ধার ব্যবসায়ীর ঝুলন্ত দেহ (businessman dead body recovered)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অশ্বিনীনগর এলাকায়। পারিবারিক অশান্তির জেরেই আত্মহত্যা না কি অন্য কোনও কারণ রয়েছে? খতিয়ে দেখা হচ্ছে সমস্ত সম্ভাবনা।


ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার


বাগুইআটির অশ্বিনীনগরের আবাসন থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল। পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা বলে প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর মিলেছে, মৃত ওই ব্যক্তির বয়স বছর একান্ন। নাম সদানন্দ দাস। ওই এলাকাতেই একটি চশমার দোকান রয়েছে তাঁর।


যে ফ্ল্যাট থেকে দেহ উদ্ধার হয়েছে সেখানে স্ত্রী ও ছেলেকে নিয়ে থাকতেন তিনি। পুলিশ সূত্রে খবর মিলেছে, গত কয়েকদিন ধরেই ব্যবসায়ী ও তাঁর স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। গতকাল অর্থাৎ শনিবার সন্ধেয় তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয় বলেও জানা যাচ্ছে। রাতে ঘরের দরজা ভেঙে উদ্ধার করা হয় ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ।


 






আরও পড়ুন: Murshidabad: মর্মান্তিক! লরি ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত ২ মুর্শিদাবাদে


লেকটাউনে খাবার চাইতে এসে সর্বস্ব লুঠ


বাগুইআটির পাশে লেকটাউন চত্বরে ঘটল আরও এক সাংঘাতিক ঘটনা। শিশু কোলে বাড়িতে ঢুকে সোনাদানা, ল্যাপটপ-সহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। দুই ভবঘুরে মহিলাকে গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ (Laketown Police Station)। লেকটাউন, দমদম পার্ক এলাকায় বেশ কয়েকমাস ধরে পরপর কয়েকটি চুরির ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, সিসি ক্যামেরায় দেখা যায়, বাচ্চা কোলে নিয়ে দুই মহিলা বিভিন্ন বাড়িতে গিয়ে খাবার চাইছে। এরপর বাড়ির সদস্যদের অন্যমনস্কতার সুযোগে তারা মূল্যবান সামগ্রী হাতিয়ে চম্পট দিত বলে অভিযোগ। নেপথ্যে বড়সড় চক্র কাজ করছে বলে পুলিশের দাবি।