জয়ন্ত রায়, দক্ষিণ ২৪ পরগনা: কফিনবন্দি হয়ে রাজ্যে ফিরলেন লাদাখে পথ দুর্ঘটনায় মৃত বাঙালি জওয়ান বাপ্পাদিত্য খুটিয়া। আজ সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছয় মৃতদেহ।


দেহ ফিরল লাদাখে দুর্ঘটনায় মৃত জওয়ানের


আজ, রবিবার সকালে, কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয় মৃত জওয়ান বাপ্পাদিত্য খুটিয়ার দেহ। বিমানবন্দর চত্বরে সেনাবাহিনীর গার্ড অফ অনার দেওয়ার পর মরদেহবাহী শকট রওনা হয় খড়গপুরের উদ্দেশে। খড়গপুর শহরের বারোভেটিয়া এলাকার বাসিন্দা বাপ্পাদিত্য খুটিয়া।


পরিবার সূত্রে খবর, ২০০৯ সালে সেনাবাহিনীতে ল্যান্সনায়েক পদে যোগ দেন বাপ্পাদিত্য। পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে এপ্রিলের ২৭ তারিখ ফিরে যান ওই জওয়ান। শুক্রবার সিয়াচেন যাওয়ার পথে, শিয়ক নদীতে বাস পড়ে বাপ্পাদিত্য সহ ৭ জওয়ানের মৃত্যু হয়। খড়গপুরের বাড়িতে রয়েছেন মৃত জওয়ানের মা, বাবা, স্ত্রী ও ১১ মাসের শিশুকন্যা। 


 



লাদাখে দুর্ঘটনা


শুক্রবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটে লাদাখে। দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় সেনা। লাদাখে শিয়ক (Shyok) নদীতে পড়ে যায় সেনাকর্মীদের নিয়ে যাওয়া একটি গাড়ি। দুর্ঘটনায় অন্তত সাত জন সেনাকর্মীর মৃত্যু হয়েছে। লাদাখের তুরতুক (turtuk) সেক্টরে এই দুর্ঘটনাটি ঘটেছে। জখম হয়েছেন একাধিক সেনাকর্মী। জখমদের উদ্ধার করতে আসরে ভারতীয় বায়ু সেনা।   


আরও পড়ুন: IndiGo: বিশেষভাবে সক্ষম শিশুকে প্লেনে উঠতে দিতে বাধা! লক্ষাধিক টাকার জরিমানা ইন্ডিগোকে


ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, জখমদের মধ্যে অনেকেই মারাত্মক ভাবে আঘাত লেগেছে। যাঁরা জখম, তাঁদের সবচেয়ে ভাল চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা করছে সেনা কর্তৃপক্ষ। যাঁরা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, বায়ুসেনার সাহায্যে তাঁদের ওয়েস্টার্ন কমান্ডে (Western Command)-এ নিয়ে যাওয়া চেষ্টা করা হচ্ছে। 


মমতার শোকপ্রকাশ


এদিকে, এই ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইটারে লেখেন, 'লাদাখে আমাদের ৭ জন সাহসী সেনার মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এই মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। শোকাহতদের জন্য আন্তরিক সমবেদনা রইল।'