রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: সাতসকালে দুর্ঘটনা (Raod Accident)। লরির সঙ্গে টোটোর (lorry toto collision) মুখোমুখি সংঘর্ষ। মৃত্যু হল টোটো চালক সহ ২ জনের। আহত আরও ২ জন।


রবিবারের সকালে দুর্ঘটনায় মৃত্যু


রবিবার সাতসকালে টোটো ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২ জনের। ভোর সাড়ে ৫টা নাগাদ মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়ায় চোয়াবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, বহরমপুরগামী টোটোতে ছিলেন চার যাত্রী। হরিহরপাড়া আমতলা রাজ্য সড়কে উল্টোদিক থেকে আসা লরির সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটো চালক ও এক যাত্রীর। লরি চালক পলাতক।


কোচবিহারে দুর্ঘটনা


গতকাল ভর সন্ধেয় বাজার ভরিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। শনিবারের বারবেলায় কেনাকাটার সময় এরকম মর্মান্তিক পরিণতি হবে, সেটা ভাবতেও পারেননি মারুগঞ্জের বাসিন্দারা। ভর সন্ধেয় ভিড়ে ঠাসা বাজারে বেপরোয়া ডাম্পার ঢুকে পড়ে প্রাণ কেড়ে নিল একাধিকের, আহতও হয়েছেন অনেকজন। ঘটনাটি ঘটে কোচবিহারের (Cooch Behar) তুফানগঞ্জের (TufanGung) জাতীয় সড়কের পাশে থাকা মারুগঞ্জ বাজারে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও বেশ কয়েকজন। ঘটনাস্থলে তুফানগঞ্জ থানার পুলিশ, চলছে উদ্ধারকাজ। মত্ত অবস্থায় ডাম্পারের চালককে গ্রেফতার করেছে পুলিশ।


আরও পড়ুন: Train Cancellation: আজ ৫ জোড়া ট্রেন বাতিল কাটোয়া-ব্যান্ডেলে, ভোগান্তির শিকার বহু যাত্রী


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল পাঁচটা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি (Accident) ঘটে। তুফানগঞ্জের দিক থেকে কোচবিহারের দিকে যাওয়া একটি বেপরোয়া ডাম্পার হঠাৎই মারুগঞ্জে ভিড়ে ঠাসা বাজারে ঢুকে পড়ে। ঘটনাস্থলে বেশ কয়েকটি দোকান দুমড়ে মুচড়ে দিয়ে এগিয়ে যায় ডাম্পারটি। যে ঘটনার জেরে ৪ জনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। কোচবিহার এমজিএম হাসপাতাল ও তুফানগঞ্জ হাসপাতালে দেহগুলো পৌঁছয়। মৃতদের মধ্যে রয়েছে একটি শিশুও। ঘটনার জেরে ১০ জন মতো আহত হয়েছেন বলেই খবর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা স্থানীয়দের।