সুনীত হালদার, হাওড়া: বড়দিনের আগেই দুর্ভোগ-মুক্তি। আগামীকাল সকাল থেকে খুলছে সাঁতরাগাছি সেতু। পুরোদস্তুর যান চলাচল শুরু হওয়ার কথা আগামীকাল থেকেই। শুরু হয়েছে ব্রিজের কাজ চলাকালীন মেরামতির জন্য নিয়ে আসা জিনিসপত্র সরিয়ে নেওয়ার প্রক্রিয়া।


দুর্ভোগ-মুক্তি:
সংস্কারের জন্য গত ১৯ নভেম্বর থেকে সাঁতরাগাছি সেতুর উপর যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছিল। রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত এই সেতু দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল৷ হাওড়া দিয়ে কলকাতার অন্যতম প্রবেশদ্বার সাঁতরাগাছি সেতুর গুরুত্ব অপরিসীম। নিত্য প্রায় ৮০ হাজার যান এই সেতুর উপর দিয়ে যাতায়াত করে। সেই সেতুতে সংস্কারের কাজ চলায় হয়রানির শিকার হতে হয় যাত্রীদের। গত প্রায় ১ মাসের বেশি সময় ধরে বিপুল যানজট হচ্ছিল সেখানে। তবে বড় দিনের আগেই সেই দুর্ভোগ কেটে যাবে আশা প্রশাসনের।


কী মেরামতি?
এখনও পর্যন্ত যা জানা গিয়েছে তাতে সাঁতরাগাছি সেতুর এক্সপ্যানসন জয়েন্টগুলি খারাপ হয়ে গিয়েছিল৷ সেগুলিই জোর কদমে সংস্কারের কাজ করা হয়েছে। আগে ঠিক ছিল, ৩১ ডিসেম্বর সেতু সংস্কারের কাজ শেষ হবে। কিন্তু তার আগেই সংস্কারের কাজ হয়ে যাবে বলে জানায় হাওড়া সিটি পুলিশ। আজ পূর্ত মন্ত্রী পুলক রায় জানিয়েছেন, তাঁর দফতরের কাজ শেষ। কাল সকালে ব্রিজ খুলে দেওয়া হবে। এবং এটাই চূড়ান্ত নির্ঘণ্ট। তাই নির্ধারিত সময়ের আগেই স্বাভাবিকভাবে যান চলাচল করবে সাঁতরাগাছি ব্রিজে। এর আগে নবান্নের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন বড়দিন ও ইংরেজি নববর্ষের আগেই সাঁতরাগাছি ব্রিজ মেরামতির কাজ দ্রুত শেষ করতে  হবে যাতে মানুষ কোন রকম অসুবিধার সম্মুখীন না হন। ১৯ নভেম্বর থেকে সাতরাগাছি ব্রিজ আংশিকভাবে বন্ধ হওয়ায় বিকল্প রাস্তা দিয়ে যানবাহন ঘুরিয়ে দেওয়া হয়। আগামীকাল অর্থাৎ ২৩শে ডিসেম্বর থেকে খুলতে চলেছে সাঁতরাগাছি ব্রিজ এমনটাই জানিয়েছে হাওড়া সিটি পুলিশ। ব্রিজের কাজ প্রায় শেষের দিকে। সংস্কারের কাজ শুরুর আগে ব্রিজে যে সংখ্যক গাড়ি যাতায়াত করত, ঠিক সেই সংখ্যক গাড়িই আবার নতুন ভাবে যাতায়াত করতে পারবে। যানজট এড়াতে হাওড়া সিটি পুলিশের তরফে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। এখন শুধু আগামীকালের সময়ের অপেক্ষা। ভোগান্তি কমার আশায় সাধারণ মানুষ।


আরও পড়ুন:ফের চোখ রাঙাচ্ছে করোনা ! আজই স্বাস্থ্য ভবনে বৈঠক