রাজীব চৌধুরী ও আবির দত্ত, মুর্শিদাবাদ: 'জালিয়াতি' করে একই স্কুলে ছেলের চাকরি, মুর্শিদাবাদে প্রধান শিক্ষক গ্রেফতার।


হাইকোর্টের নির্দেশে তদন্তে সিআইডি। ওই ঘটনায় গ্রেফতার হয়েছেন প্রধান শিক্ষক আশিস তিওয়ারি। 


নিয়োগপত্র-সুপারিশপত্র 'জাল' করে একই স্কুলেই ভূগোলের শিক্ষক তাঁর ছেলে। নথি জাল করে ছেলে অনিমেষ তিওয়ারির চাকরি করে দেওয়ার অভিযোগে গ্রেফতার আশিস। দফায় দফায় জেরার পরে সুতির গোঠা এ রহমান স্কুলের প্রধান শিক্ষক গ্রেফতার।


নতুন নতুন অভিযোগ:
স্কুলে নিয়োগ প্রক্রিয়ায় বিস্তর দুর্নীতির অভিযোগ উঠছে। ওই ঘটনায় দীর্ঘদিন ধরেই তদন্ত চালাচ্ছে একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে রয়েছেন। নিয়োগ দুর্নীতিতে জড়িত অভিযোগে একাধিক প্রভাবশালী ব্যক্তিও জেলে। এই পরিস্থিতিতে যত তদন্ত এগোচ্ছে, ততই সামনে আসছে নানা নতুন খবর।


সম্প্রতি কয়েকটি ঘটনা সামনে এসেছিল, তাতে দেখা গিয়েছে। মায়ের জায়গায় ছেলে এসে স্কুলে পড়াচ্ছেন। কোথাও আবার দাদার জায়গায় চাকরি করছেন বোন। জলপাইগুড়ির বানারহাট ব্লকের পূর্ব গয়েরকাটা অ্যাডিশনাল প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা মণি পাল বসুর পরিবর্তে চাকরি করছেন তাঁর ছেলে প্রীতম বসু। একই স্কুলে স্থায়ী শিক্ষক দাদা সুদীপ্তকুমার দে-র বদলে পড়াচ্ছেন তাঁর বোন রূপা দে।


কদিন আগেই ছেলে স্বীকার করেছিলেন যে মায়ের অসুস্থতার কারণে তিনি পড়াতে আসেন। যদিও পরেই তাঁর মা ওই কথা অস্বীকার করে বলেন যে তাঁর ছেলে স্কুলে আসে বটে কিন্তু ক্লাস নেয় না, পড়ুয়াদের হাসাতে আসে। ছেলের কথা না ধরারও পরামর্শ দেন তিনি। গোটা ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে জলঘোলা। শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি-বেনিয়মের শিকড় কতদূর গিয়েছে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।

চাকরি বাতিল:
আদালতের ভর্ৎসনার পর নবম-দশমে অযোগ্যদের চাকরি বাতিলের জন্য পদক্ষেপ করল স্কুল সার্ভিস কমিশন। ৬১৮ জনের তালিকা প্রকাশ করে কমিশন জানিয়ে দিল, এদের সকলেরই সুপারিশ পত্র বাতিলের জন্য গ্রহণ করা হবে। ফলে গ্রুপ ডি-র মতো নবম-দশমের অযোগ্য শিক্ষকদের চাকরি বাতিল হওয়া কার্যত সময়ের অপেক্ষা বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, আদালতের নির্দেশে, কমিশনের ১৭ নম্বর ধারার প্রয়োগ করে, ভুলবশত দেওয়া নবম-দশমে ৬১৮ জন প্রার্থীর সুপারিশ পত্র বাতিলের জন্য গ্রহণ করা হবে।


আরও পড়ুন: সিপিএমের সঙ্গে জোটে না জেলা কংগ্রেসের, জানানো হল কারণও