সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: ত্রিপুরায় জটিলতা কাটিয়ে জোট হয়েছে। বাংলাতেও নানা বিষয়ে কাছাকাছি আসছেন ২ দলের নেতারা। সামনেই পঞ্চায়েত ভোট। সেখানে বাম ও কংগ্রেস কোনওরকম সমঝোতা করবে কিনা। তা নিয়ে এখনও কোনও দলের তরফেই কোনওরকম সিদ্ধান্তের কথা বলা হয়নি। তার আগেই জোট নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিল পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস।


জেলা কংগ্রেস নেতৃত্বের দাবি, পঞ্চায়েত ভোটে একা লড়বে কংগ্রেস। সিপিএমের সঙ্গে জোট করবে না। কেন এই সিদ্ধান্ত, তাও স্পষ্ট করা হয়েছে। জেলা কংগ্রেস নেতৃত্বের দাবি, সিপিএমের সঙ্গে জোট করলে বিক্ষুব্ধ তৃণমূল সমর্থকরা বিজেপিতে চলে যাবেন, কংগ্রেসে আসবেন না। গোটা ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে জেলা সিপিএম। কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।  


কী বলছে জেলা নেতৃত্ব:
পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলা কংগ্রেস সভাপতি সমীর রায় বলেন, 'আমাদের জেলায় আমরা একা লড়ব। প্রতিমুহূর্তে তৃণমূল ভাঙছে। সিপিএমের সঙ্গে যদি যাই, তাহলে ওরা বিজেপিতে যাবে। তাতে আমাদের লাভটা কী হবে?'


মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসকে সমর্থন করেছে বামেরা। ৫ ফেব্রুয়ারি, বারাসাত জেলা বার অ্য়াসোসিয়েশনের ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাজিমাত করে বাম-কংগ্রেস জোট। তারও আগে গত অক্টোবরে, পূর্ব মেদিনীপুরের বরদাবাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে বাম-কংগ্রেস জয়ী হয়।


এই আবহে অন্যরকম বক্তব্য পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের (Congress)। বিক্ষুব্ধ তৃণমূল নেতা-কর্মীদের বিজেপিতে যাওয়া রুখতে ও দলে টানতে একাই প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস, সাফ জানিয়ে দিল জেলা কংগ্রেস নেতৃত্ব।


কী বলছে সিপিএম:
পশ্চিম মেদিনীপুরের জেলা সিপিএম (Cpim) সম্পাদক সুশান্ত ঘোষ বলেন, 'জেলা কংগ্রেসের নেতারা কী বললেন, তা নিয়ে কিছু বলব না। এটা আমাদের রাজ্য় নেতৃত্ব ঠিক করে। রাজ্য়ের শাসকদল তো এখান থেকে ওখানে যান, এটাই চালু আছে।'


তৃণমূলের কটাক্ষ:
যতই বিক্ষুব্ধ হোক, তাঁরা তৃণমূলকেই (TMC) ভোট দেবেন বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি। তিনি বলেন, 'তৃণমূলের বিক্ষুব্ধদের অন্য় কোনও দলে যাওয়ার ব্য়াপার নেই। আলোচনা করবে। মনোমালিন্য় দূর করবে। অন্য় কাউকে ভোট দেবে না।' 


বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা সহ-সভাপতি শঙ্কর গুছাইত বলেন, 'কংগ্রেস মুক্ত ভারত হওয়ার পথে। কংগ্রেস মুছে গিয়েছে। পশ্চিমবঙ্গেও থাকবে না। বিজেপির এটা নিয়ে মাথা ব্য়থা নেই।'


জেলার ছবি:
২০১৮-র পঞ্চায়েত ভোটে জিতে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ দখল করে তৃণমূল। ২১টি পঞ্চায়েত সমিতির মধ্যে ২০টিতেই জয়ী হয় তারা। ১টি তে জেতে বিজেপি। তবে সেখানে বোর্ড গঠন হয়নি। ২১১ টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৮৩টিতে জয়ী হয় তৃণমূল। বিজেপি জেতে ২১টিতে। কিন্তু কোনও গ্রাম পঞ্চায়েত দখল করতে পারেনি কংগ্রেস ও বামেরা। 


আরও পড়ুন: বেআইনিভাবে গাছ কেটে নেওয়ার অভিযোগে গ্রেফতার ২