কলকাতা: কলকাতা (Kolkata)-সহ একাধিক জেলায় মুষলধারে বৃষ্টি। দক্ষিণবঙ্গে (South Bengal) আগামী ৪-৫ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উত্তরপ্রদেশ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। উত্তরবঙ্গ ও সিকিমে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং-কালিম্পং-আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। 


ভারী বৃষ্টি উত্তরবঙ্গে: আগামী ৩-৪দিন ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। দক্ষিণবঙ্গে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। অন্যদিকে, সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বৃষ্টি ও ধসের ফলে সিকিমে আটকে পড়েছেন অন্তত ২০০ জন পর্যটক। 


বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি কোথায় কোথায়: উত্তরপ্রদেশ থেকে অরুণাচল পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। তার জেরে সিকিম ও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এরই মধ্যে দক্ষিণবঙ্গে বিকেলেই নেমে এল সন্ধের অন্ধকার। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজল কলকাতা। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে হাওড়া, হগলি, দুই ২৪ পরগনা, বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান সহ বিভিন্ন জেলায়। 


দক্ষিণবঙ্গে আগামী ৩-৪দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও কয়েকটি জেলায় হতে পারে ভারী বৃষ্টি। অন্যদিকে, সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, সিকিমে লাগাতার বৃষ্টি ও ধসের ফলে আটকে পড়েছেন অন্তত ২০০ জন পর্যটক। রাজধানী গ্যাংটকে বিঘ্নিত হয়েছে পানীয় জল সরবরাহ। রাজ্যজুড়ে জারি করা হয়েছে সতর্কতা। 


বুধবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার কথা। দার্জিলিং, কালিম্পং ও সিকিমে ধসের আশঙ্কা রয়েছে।  পাহাড়ি পথ  এখন বেশ বিপজ্জনক। পথে দৃশ্যমানতা কম। পর্যটকদের সতর্ক ভাবে যাতায়াতের পরামর্শ দেওয়া হচ্ছে।  অন্যদিকে, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে । পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম, এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। 


পুজোর পর লক্ষ্মীপুজোও হয়ে গেল। দীপাবলি আসতে এখনও বেশ কয়েকটা দিন বাকি। পুজোর সময়ে কম-বেশি, বিক্ষিপ্ত বৃষ্টির সাক্ষী থেকেছে কলকাতা (kolkata) । কিন্তু লক্ষ্মীপুজোর পর থেকে দীপাবলি পর্যন্ত কেমন থাকবে এ শহরের হাওয়া-বাতাসের মতিগতি?


কলকাতার আবহাওয়া: মহানগরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল (minimum temperature) ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল ৭৭  শতাংশ। গত কাল সকাল সাড়ে আটটা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,আগামিকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৬ ডিগ্রি সেলসিয়াস,সর্বোচ্চ ৩৪ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার কথা। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে। কিন্তু এর পর কী রকম থাকবে শহরের মতিগতি? 
  
বঙ্গের আবহাওয়া (West Bengal Weather): জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। যার ফলে চাষের উপরেও প্রভাব পড়েছে। তবে অগাস্টে সেই ছবি বেশ কিছুটা বদলেছে। সেপ্টেম্বরে একের পর এক নিম্নচাপ। অক্টোবরে পুজোর মধ্যেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে শহরে। সব মিলিয়ে কি মহানগরের বৃষ্টির ঘাটতি মিটে যাবে এই মরসুমে?।


নেপালে দুর্যোগ: অন্যদিকে, নেপালে গিয়ে ধসে আটকে পড়েন বহু বাঙালি পর্যটক। সম্প্রতি মুক্তিনাথ দর্শনে যান রাজ্যের বিভিন্ন জেলার বাঙালি পর্যটকরা। তাঁরা জানান, কয়েকদিন ধরে নেপালে প্রবল বৃষ্টি হয়। প্রায় ১৫টি জায়গায় ধস নেমেছে। এর ফলে আটকে পড়েছে পর্যটক বোঝাই একাধিক গাড়ি।