কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফের চিঠি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder)। অমিত শাহকে (Amit Shah) চিঠিতে বিজেপি রাজ্য সভাপতিতে উল্লেখ করেছেন, “বাংলা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। হিংসা নিয়ন্ত্রণ করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে সাহায্য করুন।’’ রামনবমীর মিছিল নিয়ে হাওড়া, ডালখোলায় অশান্তি। রিষড়াতেও দিলীপ ঘোষ মিছিল করার সময়েও হামলার অভিযোগ। 'বাংলায় আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে, অবিলম্বে হস্তক্ষেপ করুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী' চিঠিতে উল্লেখ সুকান্ত মজুমদারের। 


 



হাওড়ায় কী ঘটেছিল


সংঘর্ষ। ভাঙচুর। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। গাড়িতে আগুন! বৃহস্পতিবার রামনবমীর মিছিল ঘিরে এমনই রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়ার শিবপুর থানা এলাকার জিটি রোড চত্বর। ভয়ে, তড়িঘড়ি দোকানের ঝাঁপ নামালেন ব্য়বসায়ীরা। পুলিশ সূত্রে খবর, বিকেল সাড়ে ৫টা নাগাদ. স্লোগান-পাল্টা স্লোগানে তেতে ওঠে এলাকা। মুহূর্তে সংঘর্ষে জড়িয়ে পড়ে ২ পক্ষ। পরপর গাড়িতে ভাঙচুর শুরু হয়। পুলিশের গাড়ি থেকে বাস, টোটো, অটো, দাঁড়িয়ে থাকা মোটরবাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশকে লক্ষ করে ছোড়া হয় ইট পাটকেল। পরিস্থিতি সামাল দিতে আসে, হাওড়া সিটি পুলিশের বিশাল পুলিশ বাহিনী। নামে র‍্যাফ। তাড়া করে ছত্রভঙ্গ করে পুলিশ। 


হাওড়ার পর এবার হুগলির রিষড়া। রাম নবমীর মিছিল ঘিরে ফের অশান্তি। ভাঙচুর, ইটবৃষ্টি, আগুন! বাদ গেল না কিছুই। আবার আইনশৃঙ্খলা নিয়ে উঠল প্রশ্ন। প্রশ্নের মুখে পুলিশের ভূমিকাও। এদিন হুগলির রিষড়ায় রাম নবমীর মিছিলে অংশ নেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। অভিযোগ, আচমকা এলাকায় অশান্তি বাধে। পুলিশ এবং নিরাপত্তার দায়িত্বা থাকা কেন্দ্রীয় জওয়ানরা দিলীপ ঘোষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায়। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় উত্তেজনা রয়েছে।


শিবপুরে অশান্তির ঘটনায় সুকান্ত মজুমদার ফোন অমিত শাহর। রাজ্য বিজেপির সভাপতিকে ফোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খবর নেন তিনি।  বিজেপির রাজ্য সভাপতিকে ফোনে অমিত শাহ জানতে চান রাজ্যের সামগ্রিক পরিস্থিতি কী? রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন অমিত শাহ। বাংলার কোন কোন জায়গায় আইনশৃঙ্খলার অবনতি হয়েছে তা জানতে চান। জানতে চান রাজ্য সরকারের তরফে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। 


আরও পড়ুন: Malda News: ইটবৃষ্টি, বাইক ভাঙচুর থেকে পার্টি অফিসে তাণ্ডব, কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে ধুন্ধুমার