তুহিন অধিকারী, বাঁকুড়া: রাতের অন্ধকারে (Bankura Elephant News) বেশ কয়েকটি এলাকার আলুর জমি দফারফা করল হাতির দল। শনিবার রাতে বাঁকুড়ার বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগের খিরাইবনী, মোবারকপুর, বেলিয়া-সহ বেশ কিছু এলাকার আলুর জমিতে (Elephant Herd Destroys Potato Fields) এই 'তাণ্ডব' চলে বলে খবর। নষ্ট হয়ে যাওয়া খেতের ছবি দেখে মাথায় হাত কৃষকদের।


কী জানা গেল? 
গত পাঁচ মাস ধরে বাঁকুড়া জেলার উত্তর বনবিভাগে প্রায় ৭০টি হাতির দল ছিল বলে খবর। এই হাতিগুলোর মধ্যে ১৫টি হাতির একটি দল শনিবার গভীর রাতে জয়পুর রেঞ্জের খিরাইবনী ও মোবারকপুর বেলিয়া এলাকায় আলু জমিতে ব্যাপক তাণ্ডব চালায়। এর ফলে ওই এলাকায় বিঘের পর বিঘে আলু জমির ক্ষতি হয়েছে। এলাকার কৃষকদের দাবি, গত কয়েকদিন নিম্নচাপের জেরে এমনিতেই আলু চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। তার ওপর হাতির তাণ্ডবে সর্বস্ব হারালেন তাঁরা। এ জন্য বন দফতরের কাছে তাঁরা ক্ষতিপূরণের দাবী জানাচ্ছেন। জয়পুরের রেঞ্জ অফিসার সহদেব মুড়ার কথায়, 'কুয়াশার কারণে হাতি নিয়ন্ত্রণ করতে সমস্যা হয়েছে। সেই কারণেই হাতিগুলি চাষের জমিতে ঢুকে যায়। কৃষকরা যাতে পর্যাপ্ত ক্ষতিপূরণ পান, সেই ব্যবস্থা করা হচ্ছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।


আতঙ্ক...
গত বছর, পুজোর আগে, বাঁকুড়ায় হাতির পাল নিয়ে আতঙ্ক ছড়িয়েছিল। বাঁকুড়ার সীমানায় হাতির দল পৌঁছে যাওয়ার ছুটি বাতিল হয়েছিল জেলার বনকর্মীদের। তার পর, হাতির পালের তাণ্ডবে আতঙ্ক ছড়ায় কোচবিহারেও। শীতলকুচিতে হাতির পালের হানায় জখমও হন এক বাসিন্দা। ঘটনার দিন সকালে শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় লোকালয়ে ঢুকে পড়েছিল ৬টি হাতি। সেই সময় স্থানীয় বাসিন্দা আবদুল মজিদ মিঁয়া জমিতে কাজ করছিলেন। আচমকা একটি হাতি তাঁকে পিছন থেকে জোরে লাথি মারে। প্রায় ১৫ ফুট দূরে গিয়ে পড়েন তিনি। বেশ কয়েক বার হাতি তাঁকে আঘাত করে। হাতির আক্রমণে জ্ঞান হারান আবদুল। তাঁকে প্রথমে মাথাভাঙা মহকুমা হাসপাতাল ও পরে কোচবিহার মেডিক্য়াল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর বন দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে যাননি বলে অভিযোগ স্থানীয়দের। এই ঘটনার আগের মাসেও হাতির হানায় মৃত্যু হয় এক বৃদ্ধের। আলিপুরদুয়ারে ৬৬ বছরের এক বৃদ্ধকে তুলে আছাড় মারে দলছুট একটি হাতি। তাতেই বেঘোরে মৃত্যু হয় ওই ব্যক্তির। হাতির উৎপাত লাগাতার বেড়ে চললেও, বনকর্মীরা সংখ্যায় কম, তাঁদের প্রয়োজনে পাওয়া যায় না বলে অভিযোগ জানিয়েছিলেন স্থানীয়রা।


আরও পড়ুন:কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে ভাঙল তোরণ, আহত অ্যাডিশনাল CP