মধ্যপ্রদেশ: এক কথায় ভয়ঙ্কর ভিডিয়ো। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন এই তরুণ। ভিডিয়ো দেখে গাঁ শিউরে উঠেছে অনেকের। ট্রেনের নিচে মত্ত অবস্থায় ঝুলে ঝুলে ২৯০ কিমি পাড়ি দিয়েছেন এই তরুণ। রেললাইন এবং ট্রেনের মধ্যে বহু বিপজ্জনক 'স্টান্ট' করতে দেখা গিয়েছে অনেকেওকেই, সেই সমস্ত ভিডিয়োও ভাইরাল হয়েছিল সমাজমাধ্যমে। তবে এবার যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে তা দেখে চোখের ঘুম উড়তে পারে আপনার। ভিডিয়ো ভাইরাল (Viral Video) করতে ট্রেনের নিচে ঝুলে ঝুলে চলেছিলেন এক তরুণ। এক শহর থেকে আরেক শহরে পৌঁছে গিয়েছেন তিনি। আর এই ভিডিয়োই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। জব্বলপুরের কাছেই ঘটেছে এই ঘটনা।
ট্রেনের নিচে ঝুলে ২৯০ কিমি পাড়ি
মধ্যপ্রদেশের জব্বলপুরে ঘটেছে এমন ভয়ঙ্কর ঘটনা। এক তরুণকে দেখা গিয়েছে ট্রেনের নিচে ঝুলে ঝুলে কয়েকশো কিলোমিটার ভ্রমণ করতে। ১২১৪৯ নং পুনে দানাপুর এক্সপ্রেস যখন জব্বলপুর স্টেশনে দাঁড়িয়েছিল, এক রেলওয়ে কর্মী রোলিং পরীক্ষা করার জন্য, গিয়ার পরীক্ষা করার জন্য আসতেই তাঁর কাছে ধরা পড়ে যান এই তরুণ। রেলকর্মী দেখেন (Viral Video) যে ট্রেনের এসি কামরার ঠিক নিচেই ঝুলে রয়েছেন এক তরুণ। তারপরেই অন্য আরও রেলকর্মীদের সহায়তায় তাঁকে সেই জায়গা থেকে বের করে আনা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন যে ইতারসি স্টেশন থেকে তিনি জব্বলপুরে এসে পৌঁছেছেন। হেঁটে গেলে এই দূরত্ব প্রায় ২৯০ কিমি।
কেন এই কাজ করেছে তরুণ
এরপরে রেলের ক্যারেজ ও ওয়াগন বিভাগের এই কর্মী এই তরুণকে পাকড়াও করেন এবং নিয়মমাফিক রেলপুলিশের হাতে তুলে দেন। তবে তরুণের (Viral Video) কাছ থেকে জিজ্ঞাসাবাদ করেও জানা যায়নি যে ঠিক কেন এই ভয়ঙ্কর কাজ করছিলেন তিনি। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এভাবে ট্রেনের নিচে ঝুলতে ঝুলতে কেন এসেছিলেন এতটা পথ ? জানা যায়নি উত্তর। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আর এই তরুণের ভিডিয়োটি এক্স হ্যান্ডলে পোস্ট করেন রাজেশ বিশ্বকর্মা নামের এক ব্যক্তি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Viral Videos 2024: মেট্রো স্টেশনে চুম্বন, রাজুদার পরোটা থেকে 'আহা টমাটর'- বছরভর ভাইরাল হল কী কী?