ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ভোট-পর্বের মধ্যেই পরীক্ষা শেষের ৮০ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষেরও বেশি। গতবছরের তুলনায় এ বছর পাসের হার বেড়েছে। মাধ্যমিকে এ বছর ৮৬.৩১%। গতবছর পাসের হার ছিল ৮৬.১৫%।
মাধ্যমিকে এবার মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৫৭ জন। তৃতীয় হয়েছে বীরভূমের ইলামবাজারের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুলের পুষ্পিতা বাঁশুরি। কীভাবে সাফল্য লাভ? কীভাবে পড়লে মাধ্যমিকে ভাল নম্বর পাওয়া সম্ভব? এদিন এবিপি আনন্দকে পুষ্পিতা বলেন, 'আমার সাফল্যর নেপথ্যে আমার মা-বাবা, স্কুলের শিক্ষকদের অবদান রয়েছে অনেকটাই। আমি প্রায় প্রতিদিনই স্কুলে যেতাম। আর স্কুলের সময় বাদ দিয়ে আমি ১০ ঘণ্টা পড়াশোনা করার চেষ্টা করতাম। ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়ে ইঞ্জিনিয়ার হতে চাই। পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়তে ভালবাসি।'
নিজেই নোটস করতেন পুষ্পিতা? এবিপি আনন্দকে মাধ্যমিকে তৃতীয় বলেন, 'আমার যেহেতু ইংরেজি মাধ্যম তাই বাংলায় রেফারেন্স বইগুলি আমার খুব একটা কাজে আসত না? তাই নিজেই ট্রান্সলেট করে নোটস করতাম বাংলা সহায়িকার সাহায্য পেতাম না বলেই আমাকে অনেকটাই খাটতে হয়েছে।
সামনের বছরের পরীক্ষার্থীদের জন্য কী টিপস দিলেন মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম হওয়া পুষ্পিতা?
এদিন পুষ্পিতা বলে, 'যদি সঠিক লক্ষ্য রেখে ঠিক মতো পড়াশোনা করা যায়, টেক্সটবুকগুলো খুঁটিয়ে পড়া যায়, তাহলে কোনটাই অসম্ভব নয়। যতই কঠিন পরীক্ষাই হোক সেটায় ভাল ফল করা যায়।'
এ নজরে দেখে নিন মাধ্যমিকের মেধা তালিকা
মাধ্যমিকে এবার মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৫৭ জন। প্রথম হয়েছে কোচবিহারের রামভোলা হাইস্কুলের চন্দ্রচূড় সেন। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। দ্বিতীয় পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু। তার প্রাপ্ত নম্বর ৬৯২। মেধা তালিকায় ৬৯১ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ৩ জন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের উদয়ন প্রসাদ, বীরভূমের ইলামবাজারের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুলের পুষ্পিতা বাঁশুরি এবং দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলের নৈঋতরঞ্জন পাল। চতুর্থ হয়েছে হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মিশন হাইস্কুলের তপোজ্যোতি মণ্ডল। তার প্রাপ্ত নম্বর ৬৯০। ৬৮৯ নম্বর পেয়ে মেধা তালিকায় পঞ্চম স্থানে রয়েছে পূর্ব বর্ধমানের পারুলডাঙা নসরতপুর হাইস্কুলের ছাত্র অর্ঘ্যদীপ বসাক। দশম স্থানে রয়েছে ১৮ জন। এর মধ্যে রয়েছে কলকাতার কমলা গার্লস হাইস্কুলের সোমদত্তা সামন্ত ও বরানগর রামকৃষ্ণ আশ্রম হাইস্কুলের প্রাঞ্জল গঙ্গোপাধ্যায়, প্রাপ্ত নম্বর ৬৯৪ ।
আরও পড়ুন, SMS-এও দেখা যাবে মাধ্যমিকের ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?
Education Loan Information:
Calculate Education Loan EMI