সৌভিক মজুমদার, কলকাতা: এবার কি সন্দেশখালির (Sandeshkhali Incident) অন্য মামলাতেও তদন্ত করবে CBI? সন্দেশখালি নিয়ে জনস্বার্থ মামলায় CBI তদম্ত দাবি করেন এক মামলাকারী। আদালতে CBI জানায়, নির্দেশ পেলে তারা তদন্তে প্রস্তুত। শেখ শাহজাহানের বিরুদ্ধে যত FIR এবং চার্জশিট দাখিল হয়েছে সেগুলির কপি তাদের দেওয়ার আর্জি জানাল ED. অবস্থান জানাতে আদালতের (Calcutta High Court) কাছে সময় চাইল রাজ্য় সরকার। 


সন্দেশখালিতে নারী নির্যাতন বা জমি দখল সংক্রান্ত মামলার তদন্তভারও কি আগামী দিনে যেতে পারে সিবিআইয়ের হাতে? বৃহস্পতিবার এই প্রশ্ন আরও জোরাল হল। বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে, সন্দেশখালি নিয়ে জনস্বার্থ মামলার শুনানি ছিল। সেখানে CBI তদন্তের দাবি করেন মামলাকারীর আইনজীবী অলোক শ্রীবাস্তব। CBI-ও ডিভিশন বেঞ্চে জানায়, আদালত নির্দেশ দিলে তারা তদন্ত করতে প্রস্তুত।


প্রধান বিচারপতিও এদিন শেখ শাহজাহানের আইজীবীর উদ্দেশে বলেন, 'ধর্ষণের একটি অভিযোগও যদি সত্যি হয় তাহলে সেটা অত্যন্ত লজ্জাজনক। যদি কোনও একটি অভিযোগও সত্যি হয় তাহলে পুলিশ এবং প্রশাসনকে তার দায় নিতে হবে।'


বৃহস্পতিবারের শুনানিতে ED-র আইনজীবী আবেদন করেন, শেখ শাহজাহানের বিরুদ্ধে যত FIR এবং চার্জশিট দাখিল হয়েছে সেগুলির কপি তাদের দেওয়া হোক। অবস্থান জানাতে সময় চেয়ে রাজ্য় সরকার পাল্টা সওয়াল করে, বাকি মামলা তো আর্থিক দুর্নীতির নয়। তাহলে সেই FIR এবং চার্জশিটের কপি নিয়ে ED কী করবে? এর প্রেক্ষিতে ED আদালতে জানায়, ওই অভিযোগের তদন্ত তারা করতে চায় না। তবে আর্থিক দুর্নীতির তদন্তের স্বার্থে সেগুলি দেখার প্রয়োজন আছে। 


মামলাকারী আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল এদিন আদালতে আর্জি জানান, মহিলারা এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন। সন্দেশখালির তদন্তে কমিশন গঠন করা হোক। 


পাল্টা শেখ শাজাহানের আইনজীবী সওয়াল করেন, 'আমার সঙ্গে অনেক গ্রামবাসী আছেন যাঁরা আদালতে হলফনামা দাখিল করে বলতে পারেন যে এই গোটা ঘটনার সঙ্গে বহিরাগতদের যোগাযোগ আছে।'


এরপরই শেখ শাহজাহানের আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, 'আপনি যদি একই সঙ্গে শেখ শাজাহান এবং গ্রামবাসীদের হয়ে সওয়াল করেন তাহলে এটা ধরে নিতে হবে যে এই গ্রামবাসীদের সাজিয়ে এবং শিখিয়ে আনা হয়েছে।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: ব্রাত্যকে মন্ত্রিসভা থেকে সরানোর সুপারিশ রাজ্যপালের, নতুন করে সংঘাত রাজ্য-রাজভবনের মধ্যে