সৌভিক মজুমদার, কলকাতা: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati University) প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশি তদন্ত নিয়ে মন্তব্য কলকাতা হাইকোর্টের (High Court) বিচারপতির। কী বলেছেন তিনি?


এদিন কলকাতা হাইকোর্টের (Kolkata High Court)  বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, 'খুনের মামলায় FIR করার সময় নেই পুলিশের। অথচ এই মামলায় তাদের দেখে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার!' এদিন বিদ্যুৎ চক্রবর্তীর রক্ষাকবচের মেয়াদও বাড়িয়েছেন তিনি। বিচারপতির নির্দেশ, ১৫ ডিসেম্বর পর্যন্ত বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে গ্রেফতারির মতো কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। 


একের পর এক মামলায় কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়েছে পুলিশ (Police)। প্রথমে জাতীয় সঙ্গীত অবমাননা মামলা, তারপর, পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বিজেপিকর্মী খুনের মামলা, আর তারপর বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে মামলা। পরপর দু'দিন, ৩টি মামলার তদন্তে, তৎপরতা নিয়ে কলকাতা হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়ল পুলিশ। 


বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। পদে থাকার সময় তাঁর নানা মন্তব্য নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। শান্তিনিকেতনে ফলক বিতর্ক থেকে শুরু করে বাঙালি কাঁকড়ার জাত মন্তব্য- রয়েছে তাঁর মধ্যে। কখনও মুখ্যমন্ত্রীকে পত্রাঘাতও করেছেন। তাঁর নানা কাজে তাঁকে নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। এরপর অবশ্য তাঁর মেয়াদ ফুরিয়েছে, তিনি পদ থেকে সরে গিয়েছেন। এই প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধেই ৫টি মামলায় FIR করে তদন্ত করছে পুলিশ। এর আগেই তাঁর বাড়িতে গিয়ে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে শান্তিনিকেতন থানার পুলিশ। 


শুক্রবার রাজ্য সরকারের আইনজীবী হাইকোর্টে মামলার শুনানিতে দাবি করেন যে বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী তদন্তে সহযোগিতা করছেন না। তাঁকে যাতে ফের জিজ্ঞাসাবাদ করা যায়, তার আবেদন জানান তিনি। এর উত্তরে বিচারপতি জয় সেনগুপ্ত জানান, নির্দিষ্ট একটি মামলায় সোমবার সন্ধে ৭টা থেকে বিদ্যুৎ চক্রবর্তীকে একঘণ্টা জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। বিচারপতির নির্দেশ, পুলিশকে জিজ্ঞাসাবাদ করতে হবে ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে। 


এর আগে পুলিশকে বিদ্যুৎ চক্রবর্তীর ঠিকানায় গিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছিলেন বিচারপতি। সেইসময় বিদ্যুতের বাসভবন 'পূর্বিতা'য় শান্তিনিকেতন থানার ওসি কস্তুরি মুখোপাধ্য়ায় ও তিনজন পুলিশ কর্মী গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন। বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশি তদন্তে তৎপরতা দেখে বিচারপতি এদিন জানান, 'খুনের মামলায় FIR করার সময় নেই পুলিশের। অথচ এই মামলায় তাদের দেখে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার।'


জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় বিজেপি বিধায়কদের বিরুদ্ধে পুলিশের FIR নিয়ে বৃহস্পতিবারই ক্ষোভপ্রকাশ করেছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। অন্য মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেছিলেন, 'আমার কাছে একটা মামলা এসেছে যেখানে দেখা যাচ্ছে যে, একজন CRPF জওয়ান যিনি যুদ্ধক্ষেত্রে বা অন্য কোথাও আক্রান্ত হয়ে ৯০ শতাংশ শারীরিক ক্ষমতা হারিয়েছেন। কিছুদিন আগে তাঁর বাড়িতে দুষ্কৃতী হামলা হয়। তাঁর মায়ের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। কিন্তু, পুলিশের কাছে গেলেও FIR দায়ের করা হয়নি। এখন তারা আদালতে এসেছেন। সেখানে পুলিশ অভিযোগ করা মাত্র FIR দায়ের করার প্রয়োজন মনে করল না, আর এখানে FIR দায়ের হয়ে গিয়েছে।' এবার বিদ্যুৎ-মামলাতেও আদালতে ভর্ৎসনার মুখে পড়ল পুলিশ। 


আরও পড়ুন: পাহাড়ের সঙ্গে 'ব্লাড রিলেশন', উপহার দিলেন মুখ্যমন্ত্রী, কী কী রইল তাতে?