বিষয় - ইংরেজি


শিক্ষক - অমিতাভ মুখোপাধ্যায়, হাওড়া জেলা স্কুল


কলকাতা: কোভিড কাঁটা পেরিয়ে এবার দোরগোড়ায় উপস্থিত উচ্চ মাধ্যমিক (Higher Secondary Education)। প্রায় বছর দুয়েক পরে অফলাইনে পরীক্ষা দিতে হাজির হবে রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী। উচ্চ মাধ্যমিকের সিংহ ভাগ ছাত্রছাত্রীরই দ্বিতীয় ভাষা ইংরেজি (Second Language English)। পরীক্ষার আগে ভয় কাটিয়ে কীভাবে ঠান্ডা মাথায় ভাল করে উত্তর লিখে ফল ভাল করা যায় সেই টিপস দিলেন হাওড়া জেলা স্কুলের শিক্ষক অমিতাভ মুখোপাধ্যায়।


উচ্চ মাধ্যমিকে বেশিরভাগ ছাত্রছাত্রীরই ইংরেজি দ্বিতীয় ভাষা। বিদেশী ভাষা হওয়ায় এবং মাধ্যমিকের থেকে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে অনেকখানি পরিবর্তন হওয়ায় পড়ুয়াদের মধ্যে কি একটা ভয় কাজ করে? তার ওপর এতদিন অনলাইনে ক্লাস চলেছে। অমিতাভ মুখোপাধ্যায়ের কথায়, 'এটা ঠিকই যে বেশিরভাগ পড়ুয়ারই ইংরেজি দ্বিতীয় ভাষা। কিন্তু করোনা কাটিয়ে ওরা প্রত্যেকে টেস্ট পরীক্ষায় বসেছে। যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তারা সসম্মানে টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ফলে ফাইনালের জন্য নতুন করে উদ্বীগ্ন হওয়ার কোনও কারণ নেই।'


টেক্সট (Text) পড়ার অভ্যাস


ইংরেজিতে কীভাবে ভাল উত্তর লেখা যাবে? অমিতাভ মুখোপাধ্যায় বলছেন, 'একটা কথা আমি বারবার প্রত্যেক পরীক্ষার্থীকে বলতে চাই, তা হল ইংরেজির টেক্সট ভাল করে পড়তে হবে। সিলেবাসের প্রত্যেকটা গদ্য (prose), কবিতা (poetry) ও নাটক (Drama) যেন বারবার করে প্রত্যেকদিন নিয়ম করে পড়া হয়। টেক্সট না জানলে কিন্তু উত্তর লিখতে পারা সমস্যার। পরীক্ষায় ছোট উত্তর (SAQ), বড় উত্তর (LAQ) বা MCQ সব ক্ষেত্রেই টেক্সট জানতেই হবে। অনেক সময়েই কারও কথা উদ্ধৃত করে প্রশ্ন আসে 'who said to whom'। আমার যদি তখন টেক্সট শুরু থেকে শেষ না পড়া থাকে, আমি কিন্তু উত্তর লিখতে পারব না। ফলে টেক্সট বই পড়া, must।'


গ্রামার (Grammar)


যে কোনও ভাষা পরীক্ষার ক্ষেত্রে বড় অংশ ব্যকরণ বা গ্রামার (Grammar)। 'উচ্চ মাধ্যমিকের গ্রামারে একটা মজার ব্যাপার হচ্ছে এখানে পুরোটাই আসে 'textual grammar'। অর্থাৎ পাঠ্য গল্প বা কবিতার ভিতর থেকেই গ্রামারের প্রশ্ন তৈরি করা হয়। ফলে ঘুরেফিরে আবারও একই জিনিস, টেক্সট পড়তেই হবে। কারণ মাধ্যমিকে 'non textual grammar' থাকে। ধরা যাক 'Article and Preposition' লিখতে দেওয়া হয়েছে। মাধ্যমিকের ক্ষেত্রে সেই প্যারাগ্রাফ পড়ে কনটেক্সট বুঝে তা লিখতে হয়। কিন্তু যেহেতু উচ্চ মাধ্যমিকে 'textual grammar' অর্থাৎ টেক্সটের ভিতর থেকে তুলে প্যারাগ্রাফ দেওয়া, ফলে বইতে যেখানে যে 'আর্টিকল' বা 'প্রেপোজিশন' আছে, পরীক্ষায় সেটাই লিখতে হবে। বাধ্যতামূলক।'


রাইটিং (Writing) 


অমিতাভ বাবু জানাচ্ছেন, উচ্চ মাধ্যমিকের বেশিরভাগ পরীক্ষার্থীই আগে থেকে স্থির করে নিতে পারে যে কোন ধরনের রাইটিং তারা লিখতে চায়। প্রেসি না রিপোর্ট না অন্য কিছু লিখতে চায় তারা আগে থেকে ভেবেই পরীক্ষার হলে যায় সাধারণত। সেই সুযোগ তাদের আছে। একইসঙ্গে তাঁর মত, 'তবে সব ধরনের রাইটিংই অভ্যাস করে রাখা ভাল। যদি প্রশ্নপত্র পেয়ে মনে হয় যে এটা না, অন্য টপিকটা বেশি সহজ তাহলে সেই লিখতে পারার রাস্তা যেন খোলা থাকে।'


উত্তরপত্রের পদ্ধতি


মাধ্যমিকে ইংরেজি পরীক্ষা বুকলেটে দিতে হয়, অর্থাৎ প্রশ্নপত্রেই উত্তর লিখতে হয়। উচ্চ মাধ্যমিকে নিয়ম খানিকটা আলাদা। এক্ষেত্রে 'হাইব্রিড' পদ্ধতিতে পরীক্ষা হয়। অর্থাৎ পার্ট এ (Part A) লিখতে হয় আলাদা উত্তরপত্রে। যেখানে বড় প্রশ্নের উত্তর, গ্রামার, রাইটিং ও কম্প্রিহেনশন থাকে। অন্যদিকে পার্ট বি (Part B) লিখতে হয় বুকলেটে, যেখানে MCQ ও SAQ থাকে। অর্থাৎ পার্ট এ-এর প্রশ্নপত্র নিয়ে বাড়ি ফিরে যেতে পারে পড়ুয়ারা।


পরীক্ষার্থীদের ভয় দূর করতে লাস্ট মিনিট টিপস


পরীক্ষার্থীদের আশ্বস্ত করে অমিতাভ মুখোপাধ্যায় বলছেন, 'প্রথমত করোনার দুঃখ বেদনা ভুলে যেতে হবে। সকলেই এই দুবছরে অনেক কিছু হারিয়েছে, অনেক ঝড়ঝাপ্টা সামলেছে। কিন্তু অন্তত এই পরীক্ষার কয়েকটা দিন সেই দুঃখ-বেদনা বড়দের জন্য তোলা থাক। পড়ুয়ারা শুধু পড়াশোনায় মন দিক। দ্বিতীয়ত তারা যখন এই মৃত্যুরূপী অতিমারীকে জয় করে আসতে পেরেছে তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাদের কাছে কোনও বড় ব্যাপার নয়। সবসময় নিজেকে কনফিডেন্ট থাকতে হবে। জীবনের শ্রেষ্ঠ পরীক্ষা হতে চলেছে এটা, এমন মনোভাব রাখতে হবে। কনফিডেন্সেই অর্ধেক যুদ্ধ জেতা হয়ে যায়। এবং শেষে আবারও একই কথা বলছি, টেক্সট পড়তে হবে। টেক্সটের কোনও বিকল্প নেই। প্রত্যেকদিন অন্তত দুই-তিন ঘণ্টা টেক্সট পড়ে ঝালিয়ে নিতে হবে।'


উচ্চ মাধ্যমিকের সকল পরীক্ষার্থী ইংরেজির ক্ষেত্রে এই কয়েকটা জিনিস মাথায় রাখলেই আশা করা যায় ভীতি দূর হবে। 


আরও পড়ুন: Higher Secondary Exam 2022: পরীক্ষার আগে কোন অংশগুলি পড়তেই হবে? উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের লাস্টমিনিট টিপস


(লাস্ট মিনিট টিপস সাজেশন মাত্র। বিশেষজ্ঞ শিক্ষকদের পরামর্শ পরীক্ষার্থীদের সুবিধার্থে। তবে একইসঙ্গে নিজস্ব প্রস্তুতি ও আত্মবিশ্বাসের উপর আস্থা রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের। শুভেচ্ছা।)


Education Loan Information:

Calculate Education Loan EMI