Higher Secondary Exam 2022: পরীক্ষার আগে কোন অংশগুলি পড়তেই হবে? উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের লাস্টমিনিট টিপস


বিষয়- রাষ্ট্রবিজ্ঞান


শিক্ষক-বিপাশ ধর,উত্তরপাড়া রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়


কলকাতা: করোনার কাঁটা পেরিয়ে আগামী মাসে শুরু হচ্ছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। অফলাইন ক্লাস এবং পরীক্ষার দিন পেরিয়ে এবার সশরীরে ক্লাসে বসে পরীক্ষা দেওয়ার সময় এসেছে। আর যে কোনও বোর্ড পরীক্ষা ঘিরে উত্তেজনা থেকেই যায়। তাই পরীক্ষার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি অত্যন্ত জরুরি। কারণ সারাবছর পড়াশোনা যে ভাবেই এগিয়ে থাকুক না কেন, শেষ মুহূর্তে নিজের দুর্বলতাগুলি যদি পেরিয়ে আসা যায়, তাহলে কঠিন প্রশ্নেরও মোকাবিলা করা সম্ভব। 


২ এপ্রিল শুরু হচ্ছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। ২৭ এপ্রিল রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা। পরীক্ষার আগে কীভাবে প্রস্তুতি নিতে হবে? কীভাবে MCQ, রচনাধর্মী প্রশ্নের উত্তর দিতে হবে? এই যাবতীয় প্রশ্নের উত্তর দিচ্ছেন উত্তরপাড়া রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিপাশ ধর। 


রাষ্ট্রবিজ্ঞানের নম্বরের বিভাজন : ২৬, ২৪, ৪০ এই নম্বর বিভাজনে রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্র তৈরি করা হয়। এর মধ্যে MCQ, SAQ  মিলিয়ে যথাক্রমে ২৬, ২৪ নম্বর। আর বাকি ৪০ নম্বরে ৮ নম্বরের ৫টি প্রশ্ন থাকে। যার মধ্যে ভাঙাও থাকতে পারে। অর্থাৎ ৪+৪=৮ হতে পারে আবার ৫+৩=৮ থাকতে পারে। পার্ট এ বলতে রচনাধর্মী প্রশ্ন এবং পার্ট বি হল MCQ, SAQ । রচনাধর্মী প্রশ্নের মধ্যে ভাগ থাকলে নম্বর প্রাপ্তির সম্ভাবনা বেশি থাকে।


প্রশ্ন ব্যাঙ্ক: সিলেবাসের ক্ষেত্রে দুটো ভাগ রয়েছে। গ্রুপ এ এবং গ্রুপ বি। অর্থাৎ MCQ, SAQ  আরেকটি অংশ রচনাধর্মী প্রশ্ন। এমন বেশ কয়েকটা অংশ রয়েছে যেখানে আগের পাঠক্রম অনুযায়ী MCQ, SAQ  ছিল না। তথাকথিত প্রশ্নের ব্যাঙ্ক বা পূর্ববর্তী বছরের প্রশ্নের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। কারণ বাজার চলতি বই আগের সিলেবাস অনুযায়ী নির্ধারিত। নতুন পাঠক্রম অনুযায়ী প্রশ্ন ব্যাঙ্ক নেই। যে বিষয়ের উপর পরীক্ষা হচ্ছে, আন্তর্জাতিক রাজনীতির অংশ, মার্কসবাদ, উদারনীতিবাদ, গাঁধীবাদ, ফ্যাসিবাদ- এক্ষেত্রে পরীক্ষার্থীদের অসুবিধা হলেও হতে পারে। পঠনীয় বিষয়গুলি পড়ার পাশাপাশি লিখতে হবে। কোনও একটা অংশ পড়ে হয়ত মনে হচ্ছে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তাহলে সেটা MCQ  হিসেবে তৈরি করে নেওয়া যেতে পারে। বিদ্যালয়ের শিক্ষকরা যদি এক্ষেত্রে সাহায্য় করে তাহলে ছাত্রদের উপকার হয়।


প্রশ্নের ধরন: অনেক সময় দেখা যায় প্রশ্ন খানিকটা কঠিন হয়েছে। এক্ষেত্রে মূল পঠনীয় বিষয়কে মনে রাখা, তার সঙ্গে যে প্রশ্ন এসেছে তা যুক্তিনিষ্ঠভাবে ভাবতে শেখা জরুরি। কোনও প্রশ্ন ঘুরিয়ে দিলে ঘাবড়ে না গিয়ে যুক্তি দিয়ে ভাবতে হবে। রাষ্ট্রবিজ্ঞান একটি যুক্তিভিত্তিক বিষয়। উত্তরটা বেরিয়ে আসবে কোনও প্রশ্নকে যুক্তি দিয়ে ভাবলে। প্রশ্ন যেমনই আসুক না কেন মাথা ঠান্ডা রাখা খুবই প্রয়োজন। পাশের পরীক্ষার্থী কী করছে, সেটা না ভেবে তথাকথিত কমন নয় এমন প্রশ্নের উত্তর দিতে হবে। নিজের পড়াশোনার উপর ভরসা রাখতে হবে। যতটা সম্ভব পয়েন্ট  ভিত্তিক উত্তর লেখা বাঞ্ছনীয়।


গুরুত্বপূর্ণ অংশ: সবসময় মনে রাখতে হবে গোটা সিলেবাসটাই গুরুত্বপূর্ণ। কোনও একটা অংশ বেশি পড়লেও সিলেবাসটা শেষ করা বাঞ্ছনীয়। উদারনীতিবাদ, গাঁধীবাদ, মার্কসবাদ, আন্তর্জাতিক রাজনীতির অংশগুলিকে বিস্তারিতভাবে পড়তে হবে। কারণ পরিবর্তিত পরিস্থিতিতে এবছর এই অংশ থেকে MCQ, SAQ আসবে। এর আগে অংশগুলি রচনাধর্মী প্রশ্ন হিসেবে পড়া হত।


(লাস্ট মিনিট টিপস সাজেশন মাত্র।  বিশেষজ্ঞ শিক্ষকদের পরামর্শ পরীক্ষার্থীদের সুবিধার্থে। তবে একইসঙ্গে নিজস্ব প্রস্তুতি ও আত্মবিশ্বাসের উপর আস্থা রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের। শুভেচ্ছা)


আরও পড়ুন: Higher Secondary Exam 2022 : কোন কোন অংশগুলোতে জোর দিলেই বেশি নম্বর? রইল উচ্চমাধ্যমিকের বায়োলজির লাস্ট মিনিট সাজেশন


Education Loan Information:

Calculate Education Loan EMI