কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ২০২৫ সালের উচ্চ মাধ্য়মিক পরীক্ষার (Higher Secondary Exam 2025) নির্ঘণ্ট ঘোষণা করে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu)। পরীক্ষা শুরু হবে ৩ মার্চ, শেষ হবে ১৮ মার্চ। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে এদিন। সেই নিয়ে বিস্তারিত তথ্য দেওয়ার পাশাপাশি আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করেন তিনি। ফাঁকে আবার হালকা মেজাজে প্রশ্ন করেন, 'এর মধ্যে কোনও ছুটি নেই তো?'


বিশদ যা...
রাজ্যের শিক্ষামন্ত্রী জানান, এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা যথাসময়ে শুরু হয় এবং নির্ঘণ্ট মেনেই আজ শেষ হয়েছে। সমস্ত বিষয়ে পরীক্ষাই সুষ্ঠু ভাবে ও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন ব্রাত্য বসু।  এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৯০ হাজার ২২১-এর সামান্য বেশি, মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ৮২৭টি। বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৪৭।  এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা রাজ্যের ৬ হাজার ৭৯১টি স্কুলে হয়েছে। শিক্ষামন্ত্রী জানান, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ও প্রশাসনের সহযোগিতায় সদ্য মা হয়েছেন এমন ৬ জনও এবার পরীক্ষা দিতে পারেন। ২৩টি জেলার প্রত্যেকটিতেই এবার ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বেশি ছিল। সব মিলিয়ে ছাত্রদের থেকে সংখ্যায় ১ লক্ষ ৩ হাজার ১৭ জন বেশি জন ছাত্রী এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।
পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থাও ছিল কড়া। ভেতরে বাইরে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়। মেটাল ডিটেক্টর থেকে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর, সবই ছিল এবার পরীক্ষাকেন্দ্রে। তা ছাড়া 
প্রশ্নপত্রে বিশেষ কোডেরও ব্যবস্থা করা হয়। সংসদ সূত্রে খবর, পরীক্ষা চলাকালীনই ৪১ জন পরীক্ষার্থীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। বাতিল করা হয়েছে তাঁদের সবার পরীক্ষা। কিন্তু কড়া নজরদারির মধ্যেও কী করে তারা ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকল? সংসদ সূত্রে খবর, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকটি জেলার বেশ কিছু শিক্ষাকর্মী আতসকাচের তলায়। অভিযোগ, আটকানোর জায়গায় মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে সাহায্য করেছে তাঁদের একটি চক্র। মালদা, উত্তর দিনাজপুর সহ কয়েকটি জেলার বেশ কয়েকজন শিক্ষাকর্মীকে ইতিমধ্যেই চিহ্নিত করে শোকজ করা হয়েছে বলে সংসদ সূত্রে খবর। তাছাড়া পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগেই উদ্ধার হয়েছে শতাধিক মোবাইল ফোন। মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকায় যে ৪১ জনের পরীক্ষা বাতিল হয়েছে, তাদের মধ্যেও ছাত্রীদের সংখ্যা বেশি। জেলার পাশাপাশি, কলকাতার নামী স্কুলেও মোবাইল ফোন নিয়ে ধরা পড়েছে পরীক্ষার্থী। এদিকে, উচ্চমাধ্যমিক পরীক্ষা চলালাকীন টেলিগ্রাম গ্রুপে ভুয়ো প্রশ্নপত্র ছড়িয়ে প্রতারণা করার অভিযোগ ওঠে। বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। নদিয়া থেকে মূল অভিযুক্ত যুবককে গ্রেফতার করে বিধান নগর সাইবার থানার পুলিশ।


 


আরও পড়ুন:দেড় বছরের সন্তানকে খুনে মাকে ফাঁসির সাজা হাওড়ার আদালতের, মৃত্য়ুদণ্ড পেল প্রেমিকও


Education Loan Information:

Calculate Education Loan EMI