কলকাতা: আজ থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবার পরীক্ষায় বসছে প্রায় সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থী। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, বেশ কিছু কেন্দ্রকে স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্পর্শকাতর কেন্দ্রে থাকবে মেটাল ডিটেক্টর। এবং অতি স্পর্শকাতর কেন্দ্রে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর।                                                                         


এবার জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা। আজ থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চমাধ্যমিক। পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৫৫ হাজার। গতবারের থেকে এই সংখ্যা বেড়েছে ১ লক্ষেরও বেশি।                       


উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, পরীক্ষা চলবে সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত। পরীক্ষা নেওয়া হবে মোট ২ হাজার ৩৪৯টি কেন্দ্রে। অন্যান্য বারের মতো এবারও পরীক্ষাকেন্দ্রে ব্যবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তা। মোবাইল বা কোনও রকম যন্ত্র নিয়ে পরীক্ষাকেন্দ্রে যাতে কোনও পরীক্ষার্থী ঢুকে পড়তে না পারে, তার জন্য বেশ কিছু পদক্ষেপ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। 



  • স্পর্শকাতর কেন্দ্রে থাকবে মেটাল ডিটেক্টর। এবং অতি স্পর্শকাতর কেন্দ্রে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর। 

  • পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে শৌচালয়ে যেতে পারবে না কোনও পরীক্ষার্থী। 

  • বারোটা ৪৫-এর আগে পরীক্ষা কেন্দ্র ছেড়ে বেরনো যাবে না। 


পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার জন্য বেশ কিছু ব্যবস্থা করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। খোলা হয়েছে হেল্পলাইন। সেন্ট্রাল হেল্প ডেস্কের নম্বর 03323370792। সেন্ট্রাল কন্ট্রোল রুমের নম্বরগুলি হল 03323374984, 85, 86, 87। পর্ষদ সভাপতির সঙ্গে যোগাযোগ করা যাবে c.bhatta@gmail.com ই-মেল আইডিতে।                         



উচ্চমাধ্যমিক শুরুর দিন থেকেই শুরু হবে একাদশ শ্রেণির পরীক্ষা। চলবে দুপুর ২ টো থেকে ৫টা ১৫ পর্যন্ত। 


পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। রেল সূত্রে খবর, পরীক্ষার দিনগুলিতে হাওড়া এবং শিয়ালদহ শাখায় একাধিক লোকাল ট্রেন বাড়তি কয়েকটি স্টেশনে থামবে। পাশাপাশি, চালানো হবে বেশ কিছু স্পেশাল বাস।


Education Loan Information:

Calculate Education Loan EMI