নয়াদিল্লি: হকিতে বড় সাফল্য। FIH প্রো লিগ ২০২১-২২-এর ইউরোপীয় পর্বের প্রথম ম্যাচে শ্যুটআউটে শক্তিশালী বেলজিয়ামকে হারিয়ে দিল ভারত (Ind vs Bel)। শনিবার অ্যান্টওয়ার্পে ভারতের সামনে লক্ষ্য ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছনো। ৯ দলের মধ্যে ২৭ পয়েন্ট-সহ দুই নম্বরে ছিল অমিত রুইদাসের নেতৃত্বাধীন ভারতীয় হকি দল। শীর্ষ স্থানে থাকা নেদারল্যান্ডসের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে। নেদারল্যান্ডের ঝুলিতে রয়েছে ২৮ পয়েন্ট। ভারতের সঙ্গে পয়েন্ট সমান ছিল বেলজিয়ামের। তাদেরও সংগ্রহে ছিল ২৭ পয়েন্ট। তবে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় তিন নম্বরে ছিল অলিম্পিক্স  (Olympics) চ্যাম্পিয়নরা।


শনিবার বেলজিয়ামকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেল ভারত। বেলজিয়ামের কাছে শেষ দুবারের সাক্ষাতে দুবারই হেরেছিল ভারত। যার মধ্যে শেষবার এই দুই দল মুখোমুখি হয়েছিল টোকিও অলিম্পিক্সের সেমিফাইনালে। সেই ম্যাচে হেরে গিয়েছিল ভারতীয় দল। শনিবার যেন তার মধুর প্রতিশোধ নিলেন শ্রীজেশরা।


শনিবারের ম্যাচের পরতে পরতে ছিল নাটক। শুরু থেকে বেলজিয়ামের দাপট ছিল ম্যাচে। তবে ভারতীয়রা পাল্টা লড়াই করেছে। বেলজিয়ামকে এক ইঞ্চিও জায়গা ছাড়েননি ভারতীয় তারকারা।


তবে ম্যাচের চতুর্থ কোয়ার্টার পর্যন্ত এগিয়ে ছিল বেলজিয়াম। একটা সময় স্কোরলাইন বেলজিয়ামের পক্ষে ৩-১ ছিল। অনেকে ধরেই নিয়েছিলেন যে, অলিম্পিক্সের পুনরাবৃত্তি হতে চলেছে। বেলজিয়ামের সামনে ফের একবার পরাস্ত হতে চলেছে ভারতীয় দল।


কিন্তু অন্যরকম কিছু ভেবেছিলেন শ্রীজেশ-অমিত রুইদাসরা। পরপর গোল শোধ করে ম্যাচে সমতায় ফেরে ভারত। একেবারে শেষ মুহূর্তে অবশ্য চাপ বাড়িয়েছিল বেলজিয়াম। একেবারে শেষ মুহূর্তে পরপর তিনটি পেনাল্টি কর্নার পেয়েছিল বেলজিয়াম। কিন্তু দুর্ভেদ্য হয়ে গোলরক্ষা করেন শ্রীজেশ। ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুট আউটে। সেখানে আর এক দফা নাটক অপেক্ষা করেছিল।


শ্যুটআউটে দুই দলের খেলোয়াড়েরাই গোল করতে থাকেন। একটা সময় ম্যাচের স্কোর ছিল ৪-৪। ঠিক সেই সময়ই জ্বলে ওঠেন শ্রীজেশ। বিপক্ষের একটি পেনাল্টি স্ট্রোক রুখে দেন তিনি। সেই সঙ্গে ভারতের সামনে জয়ের রাস্তা খুলে দেন। গ্রাহাম রিডের প্রশিক্ষণাধীন দলের হয়ে পঞ্চম শটে গোল করেন আকাশদীপ সিংহ। তিনি গোল করতেই ভারতের জয় নিশ্চিত হয়ে যায়। ম্যাচের সেরা হয়েছেন শ্রীজেশ (PR Sreejesh)।


আরও পড়ুন: সেমিফাইনালেও নেই শামি, বিপক্ষ কোচের মগজাস্ত্রই কাঁটা বাংলার