সমীরণ পাল, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সৌমিত্র রায়, হিঙ্গলগঞ্জ: বোমা (Bomb) তৈরির সময় ঘটনাস্থলেই ছিলেন ধৃত তৃণমূলের (TMC) পঞ্চায়েত সদস্যার স্বামীও। হিঙ্গলগঞ্জে (Hingalganj) বিস্ফোরণে একজনের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্তের পর এমনই দাবি পুলিশ সূত্রে! এদিকে আজ হালিশহরে কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে ফের বিস্ফোরণ হয়! এই ধরনের একের পর এক ঘটনা নিয়ে রাজ্যের শাসকদলকে ফের আক্রমণ করেছে বিরোধীরা। উত্তর দিয়েছে তৃণমূলও।

  


উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে তৃণমূল পঞ্চায়েত সদস্যার বাড়ির পাশে বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ!
এবার এই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এল। পুলিশ সূত্রে দাবি, এই ঘটনায় বেশকিছু তথ্য প্রমাণ তাদের হাতে এসেছে, যা থেকে বোঝা যাচ্ছে, ঘটনাস্থলে বোমা তৈরি করা হচ্ছিল। সেইসময়ই বিস্ফোরণ হয়। 


বোমা তৈরির সময় সেখানে মৃত আতাউর শেখ, গুরুতর জখম সুমন গাজি ছাডাও উপস্থিত ছিলেন ধৃত তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী ইকবাল আহমেদ উপস্থিত ছিলেন। তাহলে কি তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীর উপস্থিতিতেই বোমা তৈরির কাজ চলছিল? এই পরিস্থিতিতে ধৃতের বিরুদ্ধে মুখ খুলেছেন এলাকার বাসিন্দারাও। 


আরও পড়ুন: Bankura News: বছর তিনেক ধরে নেই কোনও চিকিত্সক, বন্ধ হতে বসেছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র


পুলিশ সূত্রে দাবি, মৃত আতাউর শেখের পকেট থেকে বেশকিছু আদালতের নথিপত্র মিলেছে। এর থেকে তদন্তকারীদের অনুমান, তিনিও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনাস্থল ভারত-বাংলাদেশ সীমান্তের খুব কাছে হওয়ায়, সীমান্তের ওপার থেকে আসা কোনও দুষ্কৃতীদলের সঙ্গেও এই ঘটনার যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 


অন্যদিকে হিঙ্গলগঞ্জের এই ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার বিস্ফোরণ হয় উত্তর ২৪ পরগনার হালিশহরে! এদিন সকালে জেটিয়া থানার অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে রাস্তা সম্প্রসারণের জন্য সরিয়া রাখা মাটির পাশে হঠাত্‍ করেই বিস্ফোরণ হয়। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।এর পর ঘটনাস্থলে এসে বম্বস্কোয়াড তল্লাশি চালালেও, আর কিছু পাওয়া যায়নি। সব মিলিয়ে তুঙ্গে উঠেছে তরজা।