প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: চিকিৎসকের (Doctor) অভাবে বন্ধ হতে বসেছে বাঁকুড়ার (Bankura) শালতোড়া ব্লকের কাশতোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র (Health Center)। গ্রামবাসীদের অভিযোগ, বছর তিনেক ধরে স্বাস্থ্যকেন্দ্রে (Health Center) কোনও চিকিত্সক নেই। যদিও ওই স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সক রয়েছেন বলে দাবি করেছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
হঠাৎ করে দেখলে মনে হবে যেন কোনও পোড়ো বাড়ি। চারপাশে ঝোপজঙ্গল, বালাই নেই পরিষ্কার-পরিচ্ছন্নতার। আধ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে দরজা-জানলা। এদিক-ওদিক ছড়িয়ে মদের বোতল। এই ছবি বাঁকুড়ার শালতোড়া ব্লকের কাশতোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের।
স্থানীয়দের অভিযোগ, বছরতিনেক ধরে এই স্বাস্থ্যকেন্দ্রে কোনও চিকিত্সক নেই! স্বাস্থ্যকেন্দ্র চালান এক স্বাস্থ্য কর্মী ও এক ফার্মাসিস্ট!
বাঁকুড়া (Bankura) শালতোড়ার বাসিন্দা অমিয় মিশ্রর কথায়, প্রায় ৩ বছর ধরে এখানে ডাক্তার নেই। চিকিৎসার প্রয়োজন হলে স্বাস্থ্যকর্মীই চিকিৎসা করেন। আর ফার্মাসিস্ট ওষুধ দেন। খুব অসুবিধা আমাদের দূরের শালতোড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে কিংবা ৬০ কিলোমিটার দূরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটতে হয়।
বাঁকুড়ার শালতোড়ার কাশতোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মী সোনালি গড়াই-এর কথায়, আমরাই ট্রিটমেন্ট করি। একজন ফার্মাসিস্ট আছে ও আমি আছি। আমরা বিষয়টি স্বাস্থ্য দফতরকে জানিয়েছি।
আরও পড়ুন: Birbhum News: বীরভূমে ফের বিজেপিতে ভাঙন, আরও একটি পঞ্চায়েত দখল রাজ্যের শাসক দলের
আশেপাশের গ্রামের কয়েক হাজার বাসিন্দা যেখানে এই স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভরশীল, সেখানে কেন এমন বেহাল দশা? বাঁকুড়ার জেলা স্বাস্থ্য আধিকারিক শ্যামল সোরেনের কথায়, কাশতোড়া স্বাস্থ্যকেন্দ্রে একজন ডাক্তার থাকার কথা। কিন্তু কেন তিনি যাচ্ছেন না সেবিষয়ে B.M.O.H এর সাথে কথা বলে দেখছি। মৌখিক আশ্বাস নয়, স্বাস্থ্যকেন্দ্রের হাল ফেরাতে দ্রুত ব্যবস্থা নিক জেলা স্বাস্থ্য দফতর, দাবি গ্রামবাসীদের।
আরও পড়ুন: North 24 Parganas : পথ কুকুরদের খাবার দেওয়ায় আক্রান্ত পশুপ্রেমীদের উপর হামলা, অভিযোগ উত্তর ২৪ পরগনায়