সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: বিজেপি বিধায়ক হিরণের দলবদলের জল্পনা ঘিরে রাজনৈতিক তরজা ক্রমেই চড়ছে। সোমবার দাসপুরে কর্মসূচিতে গিয়ে সেনিয়ে তৃণমূলকে নিশানা করেন বিজেপি বিধায়ক। একাধিক বিস্ফোরক অভিযোগ করেন বিজেপির অভিনেতা-বিধায়ক।


খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় বলেন, 'এত নীচে নেমে গেছে তৃণমূল কংগ্রেস, তাঁদের রাজনীতি করার জন্য় হিরণের ছবিও দরকার হচ্ছে।'পাল্টা তোপ দেগেছেন পশ্চিম মেদিনীপুরের তৃণমূল বিধায়ক ও জেলা কোঅর্ডিনেটর অজিত মাইতি। তিনি বলেন. 'ওই তো প্রথম একটা তথ্য দিলাম ছবি। এরপর ও যদি বেশি বাড়াবাড়ি করে, কথোপকথনগুলো দিয়ে দেব।'


ভাইরাল ছবি:
সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায় অজিত মাইতির সঙ্গে বসে রয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। যেখানে বসে থাকার ছবি রয়েছে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস। তারপরেই তুঙ্গে ওঠে জল্পনা। হিরণ বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরছেন কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়। তৃণমূল সূত্রে দাবি, ১০ই জানুয়ারি অজিত মাইতি, হিরণ চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে যান। সেখানে তৃণমূলে যোগদানের বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়। ভাইরাল হওয়া ছবিটি সেদিনেরই বলে দাবি করে তৃণমূল। ছবিটি যে ফেক নয়, তা নিয়ে সরব হন খোদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ও। যদিও একাধিকবার তৃণমূলের এই দাবি নস্য়াৎ করেছেন, খড়গপুরের বিজেপি বিধায়ক। সোমবার, দাসপুরে একটি কর্মসূচিতে গিয়ে, ফের ছবির ইস্য়ুতে তৃণমূলকে বিঁধলেন হিরণ। খড়্গরপুরের বিধায়ক বলেন, 'ওরা এখন আমার ফটো নিয়ে রাজনীতি করছে। এরপরে ভিডিও নিয়ে আসবে। এরপরে আরও অনেককিছু নিয়ে আসবে।'


এরপর সামনে আসবে কী?
তৃণমূল যদিও বিজেপি বিধায়ক হিরণের দলবদল নিয়ে জল্পনা জিইয়ে রেখেছে। ছবির পাশাপাশি, এবার কথোপকথন প্রকাশ্যে আনার হুঁশিয়ারি দিয়েছেন অজিত মাইতি। তিনি বলেন, 'যা কথা হয়েছে, অভিষেক কী বলেছেন, ও কী বলেছেন, আমি কী বলেছি, ১ ঘণ্টা ২০ মিনিট ধরে যে বৈঠকটা হয়েছে, সেই বৈঠকের সমস্ত কথোপকথনগুলো দিয়ে দেব। তারপর সেটাকেও ও যদি বলে, এটাকে সাজিয়ে গুছিয়ে করা হয়েছে, ও সেটা কোর্টে চ্য়ালেঞ্জ করবে।'


শুধু ছবি-রাজনীতিই নয়, অভিনেতা হিরণের অভিযোগ, বিজেপি করায় টলিউডে কাজ পাচ্ছেন না তিনি। হিরণের অভিযোগ, 'যাঁরা প্রডিউসার আছেন, তাঁরা সবাই তৃণমূল কংগ্রেস করেন। তাঁদের কী শিরদাঁড়া সোজা আছে? যে, তাঁরা হিরণ চ্য়াটার্জীকে ডেকে বাংলা সিনেমায় কাজ দেবে? আমাকে বলেই দিয়েছিল। আমি বাংলা সিনেমাটা বানিয়ে, রিলিজ করব কী করে যদি তৃণমূলের সাহায্য় না পাই...ওরা বলে দিয়েছে, যে, তোকে নিলে সিনেমা রিলিজ করতে দেওয়া হবে না।'


এই অভিযোগের পরে পাল্টা কটাক্ষ করেছেন অজিত মাইতি। পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কোঅর্ডিনেটর বলেন, 'হিরণকে কাজ দেওয়া হচ্ছে না, এটা সত্য় নয়। ও কাজ করার যোগ্য়তা হারিয়েছে।'


দলবদলের জল্পনায় নিজেই জল ঢেলেছেন হিরণ। তৃণমূলকে আক্রমণও করছেন। কিন্তু তৃণমূল কী করবে? ফের কি নতুন কোনও দাবি সামনে আসবে? উত্তর দেবে সময়। 

আরও পড়ুন: জুন মালিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে এবার কাঠগড়ায় খোদ তৃণমূল কাউন্সিলর