কলকাতা: রবিবার সকালে মুম্বইয়ে জীবনাবসান হয়েছে রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন রাজ্যের এই বর্ষীয়ান রাজনীতিবিদ। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডেকে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য ২১ ফেব্রুয়ারি, সোমবার দুপুর ২টোর পর বন্ধ থাকবে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি অফিস। এই নির্দেশ কার্যকর হবে রাজ্য সরকারের শিক্ষা প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পুরসভার ক্ষেত্রেও। রাজ্য সরকারের অধীনস্ত সব প্রতিষ্ঠানও সোমবার দুপুর ২টোর পর বন্ধ রাখার নির্দেশ জারি করেছে নবান্ন।
দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মন্ত্রী সাধন পাণ্ডে (Sadhan Pande)। সামলেছেন রাজ্যের ক্রেতাসুরক্ষা দফতর। উত্তর কলকাতার বটতলা বিধানসভা কেন্দ্র থেকে টানা ৬ বার জিতেছেন। ২০১১ থেকে মানিকতলা কেন্দ্রে জয়ী হয়েছেন তিনি। তৃণমূলের জন্মলগ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন সাধন পাণ্ডে। ২০২১ এর বিধানসভা নির্বাচনে ভোটের ময়দানে ছিলেন তিনি। জয়ও এসেছিল। কিন্তু তারপর থেকে অসুস্থতার কারণে রাজনীতি থেকে দূরেই ছিলেন তিনি। দলীয় সূত্রে খবর, মুম্বই থেকে রবিবারই নিয়ে আসা হচ্ছে সাধন পাণ্ডের মরদেহ। রাতে সাধন পাণ্ডের মৃতদেহ রাখা থাকবে পিস হাভেনে। সোমবার শেষকৃত্য সম্পন্ন হবে।
গত বছরের মাঝামাঝিও অসুস্থ হয়েছিলেন মন্ত্রী। ২০২১-এর জুলাই নাগাদ ভেন্টিলেশনে ছিলেন মানিকতলার বিধায়ক সাধন পাণ্ডে। তাঁর ফুসফুসে সংক্রমণ ছিল। রক্তচাপ ও অনিয়মিত হার্টবিটের সমস্যা নিয়েও ভুগছিলেন মন্ত্রী। বাবার আরোগ্য কামনায় সেবার মন্দিরে পুজো দেন মেয়ে শ্রেয়া পাণ্ডে। রাজ্যের বাইরে থাকেন সাধন পাণ্ডের মেয়ে। বাবার অসুস্থতার খবর পেয়েই কলকাতায় ফিরেছিলেন তিনি।
তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া রাজ্যের রাজনৈতিক মহলে। শাসক থেকে বিরোধী, সব পক্ষই মন্ত্রীর মৃত্যুতে শোকবার্তা জানিয়েছে। টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (suvendu adhikari)। এ দিন টুইটারে (twitter) শুভেন্দু অধিকারী লেখেন, “পশ্চিমবঙ্গের মন্ত্রী শ্রী সাধন পাণ্ডেজির প্রয়াণে মর্মাহত। ওঁর শোকগ্রস্ত পরিবার. বন্ধু-বান্ধব এবং অনুগামীদের সমবেদনা জানাই। ওঁর বিদেহী আত্মার শান্তিকামনা করি। ওম শান্তি।”
আরও পড়ুন: প্রয়াত রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে