Calcutta School of Tropical Medicine Recruitment: ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ডেটা এন্ট্রি অপারেটর পদে হবে নিয়োগ।

Jobs In Tropical Medicine:  ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন ডেটা এন্ট্রি অপারেটরের পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (NCDC) ফানডেড গবেষণা প্রোগ্রামে চুক্তিভিত্তিক নিয়োগ হবে এই পদে। যোগ্য প্রার্থীদের নিচে দেওয়া ঠিকানায় এই পদের জন্য আবেদনপত্র পাঠাতে হবে।

DATA ENTRY OPERATOR – 01Jobs In Tropical Medicine: শিক্ষাগত যোগ্যতাসংশ্লিষ্ট পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর স্নাতক হতে হবে। সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ১ বছরের ডিপ্লোমা কোর্সের শংসাপত্র থাকতে হবে আবেদনকারীর।জাতীয় স্বাস্থ্য সম্পর্কিত যেকোনও প্রোগ্রামে কাজের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে।

Calcutta School of Tropical Medicine: প্রার্থী বাছাইএই পদে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের ব্যক্তিগত সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। পরীক্ষার/সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই ধরনের তথ্য ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের অফিশিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে — http://www.stmkolkata.org 

Jobs In Tropical Medicine: শেষ তারিখ এবং ঠিকানাএনক্লোজার সহ আবেদনটি নিম্নলিখিত ঠিকানায় পৌঁছাতে হবে — দি ডিরেক্টর, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, কলকাতা, 108, সিআর অ্যাভিনিউ, কলকাতা-700073, 28/02/2022 তারিখে বা তার আগে পাঠাতে হবে আবেদনপত্র।

Official website of Calcutta School of Tropical Medicine — http://www.stmkolkata.org 


Education Loan Information:

Calculate Education Loan EMI