মোহন দাস, হুগলি: বাসস্ট্যান্ডে ঢুকলেই এগিয়ে এসে হাত পাতেন এক ব্যক্তি। তাঁর হাতে দাবিমতো টাকা তুলে দিতেই হয় বাসচালক অথবা বাসের খালাসিকে। এমনটাই নাকি নিয়ম হয়ে গিয়েছে হুগলির আরামবাগ মহকুমায়। বাসমালিকদের অভিযোগ, কার্যত লাগামছাড়া ভাবে বাস থেকে তোলাবাজি করা হচ্ছে ওই এলাকায়। আর গোটা ঘটনায় বাসমালিকদের অভিযোগের তির তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-এর দিকে। বাস মালিকদের অভিযোগ, আইএনটিটিইউসির জেলা সভাপতিকে লিখিতভাবে জানালেও কোনও সুরাহা হয়নি। 
হুগলির আরামবাগ মহকুমাজুড়ে বিভিন্ন বাসস্ট্যান্ডে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠল। তোলাবাজির অভিযোগ মানতে চাননি INTTUC-র রাজ্য সভাপতি। এদিকে, যিনি টাকা তুলছেন, তাঁর দাবি INTTUC-র তরফেই টাকা তুলছেন তিনি। 


বাস পিছু ৭০ টাকা!
বাস মালিকদের অভিযোগ, হুগলির আরামবাগ মহকুমা জুড়ে বিভিন্ন স্ট্যান্ডে বাস থেকে টাকা তোলা হচ্ছে। তাঁদের অভিযোগ, বাস পিছু ৭০ টাকা করে নেওয়া হচ্ছে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র তরফে। প্রতিদিন সব বাস মিলিয়ে যে পরিমাণ টাকা তোলা হচ্ছে, তার অঙ্কটা চোখ কপালে তোলার মতো। প্রতিদিন প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা। অর্থাৎ সারা মাসে এই অঙ্কটা আকাশ ছুঁয়ে যায়। এই ঘটনা নিয়ে আইএনটিটিইউসির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতিকে লিখিতভাবে অভিযোগ জানালেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। বাসমালিকদের একাংশের দাবি, তাঁরা এই টাকা দিতে বাধ্য হচ্ছেন। এত পরিমাণ টাকা কোথায় যাচ্ছে, কী করা হচ্ছে তার কোনও হিসেব নেই বলে অভিযোগ। 


যিনি এই টাকা তুলছেন, সেই ব্যক্তির দাবি আইএনটিটিইউসির তরফেই তোলা হচ্ছে টাকা। কেন এই টাকা তোলা হচ্ছে? ওই ব্যক্তির দাবি, আইএনটিটিইউসির তরফে শ্রমিক কল্যাণ ও বোনাস, জগদ্ধাত্রী পুজোর জন্য টাকা সংগ্রহ করা হচ্ছে। সব মিলিয়ে ৭০ টাকা। যদিও তোলাবাজির যাবতীয় অভিযোগ মানতে নারাজ তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি। আইএনটিটিইউসি-এর রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, 'অভিযোগ মানতে নারাজ। একরম কোনও অভিযোগ আমার কাছে আসেনি। আপনারা যদি দেখেতে পারেন তাহলে তার ব্যবস্থা নেওয়া হবে।'


বিজেপির তোপ:
ঘটনাটি নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। স্থানীয় বিজেপির নেতৃত্বের অভিযোগ, শুধু আরামবাগ বাসস্ট্যান্ড নয়, কামারপুকুর, খানাকুল-সহ একাধিক বাসস্ট্যান্ডে একইভাবে তোলাবাজি চলছে। বিজেপির রাজ্য সম্পাদক বিমান ঘোষের কটাক্ষ, 'এই টাকা তুলে আইএনটিটিইউসির নেতারা ফূর্তি করছেন।'


কে সত্যি বলছেন? কেন এই পরিমাণ টাকা তোলা হচ্ছে? এত পরিমাণ টাকা কার পকেটে যাচ্ছে, সেই উত্তর অজানা।


আরও পড়ুন: ভিটামিন সি-তে ভরপুর লিচু, ভাল রাখে লিভার, সমাধান করে আরও অনেক সমস্যার