নয়াদিল্লি:  ভেজাল কাফ সিরাপে (Contaminated Cough Syrup Death) শিশুমৃত্যুর অভিযোগে ভারতীয়কে টানা ২০ বছরের কারাদণ্ড দিল উজবেকিস্তানের আদালত। এই ঘটনায় মোট ২১ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে সিংহ রাঘবেন্দ্র প্রতাপ নামে ওই ভারতীয়ের কারাবাসের (Indian National Sentenced In Uzbekistan) মেয়াদ সব থেকে বেশি। সঙ্গে শিশুহারা পরিবারগুলিকে ক্ষতিপূরণেরও নির্দেশ দিয়েছে সে দেশের সুপ্রিম কোর্ট। 


যা জানা গেল...
এখনও পর্যন্ত ভেজাল কাফ সিরাপের ধাক্কায় ৬৮ জন শিশুমৃত্যুর খবর হয়েছে উজবেকিস্তানে। সেই মামলায়, উজবেকিস্তানের সুুপ্রিম কোর্ট যে রায় শুনিয়েছে, তাতে দুর্নীতি, করফাঁকি এবং প্রতারণায়  সিংহ রাঘবেন্দ্র প্রতাপের অপরাধ প্রমাণিত। যে সংস্থা, ওই কাফ সিরাপ আমদানি করত, তার ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন সিংহ রাঘবেন্দ্র প্রতাপ। তাঁর কারাবাসের মেয়াদ ২০ বছর। বাকিদের ১৮ বছরের জেল হয়েছে। শুধু তাই নয়। উজবেকিস্তানের সুুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, শিশুহারা পরিবারগুলির প্রত্যেককে ৮০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ বাবদও দিতে হবে। গত ছয় মাস ধরে মামলার শুনানি চলার পর এই রায় শোনায় উজবেকিস্তানের সুুপ্রিম কোর্ট।


প্রেক্ষাপট...
যে কাফ সিরাপে ভেজাল ঘিরে এই মর্মান্তিক পরিণতি, তার নাম Dok-1 বলে দাবি উজবেকিস্তান প্রশাসনের। কাফ সিরাপটির নির্মাতা সংস্থাকেও এই ঘটনায় অপরাধী বলে রায় দিয়েছে উজবেকিস্তানের আদালত। ২০২২ সাল থেকে ২০২৩ সালের মধ্যে ভেজাল কাফ সিরাপ থেকে ৮৬ জন শিশুর বিষক্রিয়া হয়েছিল বলে অভিযোগ ছিল। এদের মধ্যে ৬৮ জনকে বাঁচানো যায়নি। সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্ভবত কাফ সিরাপটিতে ইথাইলিন গ্লাইকল নামে একটি উপাদান মেশানো হয়েছিল। এটি শিল্প-কারখানায় ব্যবহার করা হয়। চিকিৎসার কাজে এর প্রয়োগ নিষিদ্ধ বলেই দাবি করে উজবেকিস্তান প্রশাসন। 
ঘটনাটি প্রকাশ্যে আসতেই তদন্ত শুরু করে ভারতের কেন্দ্রীয় ও রাজ্য ওষুধ নিয়ামক সংস্থাগুলি। পরীক্ষার জন্য এই কাফ সিরাপের যে নমুনাগুলি চণ্ডীগড়ে সরকারের আঞ্চলিক ওষুধ পরীক্ষাগারে পাঠানো হয়েছিল, তার মধ্যে ২২টি 'উপযুক্ত মানের নয়' বলে রিপোর্টে জানা যায়। উজবেকিস্তানের তরফে বিষয়টি নিয়ে ভারতকে জানানো হতেই কাফ সিরাপ নির্মাতা সংস্থার সমস্ত রকম নির্মাণ সংক্রান্ত কাজ বন্ধ করে দিয়েছিল এদেশের সরকার। তাদের রফতানির লাইসেন্স-ও সাসপেন্ড করা হয়। এবার সেই মামলার রায় বেরোল।


আরও পড়ুন:এই ছোট্ট ফ্ল্যাটের মাসিক ভাড়া শুনলে চমকে উঠবেন! ভাইরাল ভিডিও