ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও সৌরভ বন্দ্যোপাধ্যায় হুগলি : হুগলির ডানকুনিতে ২ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড থেকে প্রায় কোটি টাকার মাদক উদ্ধার করল রাজ্য পুলিশের এসটিএফ। দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের একজন খয়রাশোল, অপরজন দত্তপুকুরের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ডানকুনিতে ২ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড থেকে ওই ২ জনকে পাকড়াও করা হয়। ধৃতদের কাছ থেকে প্রায় এক কেজি হেরোইন ছাড়াও নগদ ২ লক্ষ টাকা ও দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে আনা হয়েছিল, কোথায় পাচারের পরিকল্পনা ছিল, খতিয়ে দেখা হচ্ছে। আজ ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে বুধবার রাতে ডানকুনি টোল প্লাজার কাছে দু নম্বর জাতীয় সড়কে বাস থেকে নামে এক যুবক। আগে থেকে টোলপ্লাজার সামনে দাঁড়িয়ে ছিল আরেকজন। এসটিএফ এর কাছে খবর ছিল মাদক পাচারের।দুই জন কাছে আসতেই তাদের পাকড়াও করে এসটিএফ। ধৃত বীরভূমের ননি গোপাল বিশ্বাস ও উত্তর ২৪ পরগনার প্রসেনজিৎ সরকারের কাছ থেকে এক কিলো গ্রাম ব্রাউন সুগার নগদ দু লক্ষ টাকা ও মোবাইল ফোন উদ্ধার হয়।ডানকুনি থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু হয়।আজ ধৃতদের চুঁচুড়ায় এনডিপিএস আদালতে পেশ করে ডানকুনি থানার পুলিশ (Dankuni Police Station)।


আরও পড়ুন- ফাঁদে ফেলতে সাক্ষাৎকার! অপপ্রচার নিয়ে মুখ খুললেন খোদ বিচারপতি গঙ্গোপাধ্যায়


কিছুদিন আগেই ফের মাদক উদ্ধার হয় কালিয়াচকে। ইংরেজবাজার শহরের রথবাড়ি এলাকা থেকে এক মাদক কারবারীকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ (STF)। গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার ইমাম জায়গির এলাকার বাসিন্দা জিয়াউল শেখকে গ্রেফতার করে এসটিএফ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৫০০ গ্রাম হেরোইন। পুলিশের দাবি, উদ্ধার হওয়া হেরোইনের বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। এই মাদক কোথা থেকে নিয়ে আসা হয়েছিল, কাকেই বা বিক্রি করা হতো সেই বিষয়ে তদন্ত শুরু করে এসটিএফ এবং ইংরেজবাজার থানার পুলিশ।                                  


আরও পড়ুন ; গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস