কলকাতা: জনপ্রিয় বিনোদন চ্যানেল 'কালার্স বাংলা'র (Colors Bangla) অন্যতম বিখ্যাত ধারাবাহিক 'টুম্পা অটোওয়ালি' (Tumpa Autowali)। ধারাবাহিকের গল্পে এবার আসতে চলেছে নতুন মোড়। গল্পে আসবে কোন নতুন ট্যুইস্ট (twist)? রইল বিস্তারিত।           

  


'টুম্পা অটোওয়ালি' ধারাবাহিকের গল্পে নতুন মোড়


দীর্ঘদিন ধরে ছলচাতুরি করে এবার সবকিছুর শেষে এসে পৌঁছেছে অশোক। নিজের মিথ্যার জালে সে নিজেই জড়িয়ে পড়তে শুরু করেছে এবং এবার সে প্রতিশোধ নেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। অন্যদিকে নেহা তাঁর আসল মাকে ফিরে পায়। সাবিত্রির আবছা আবছা মনে পড়তে থাকে যে তাঁর সঙ্গে ঠিক কী হয়েছিল। বাঁচার কোনও উপায় না পেয়ে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে অশোক - সে একসঙ্গে সাবিত্রি, অর্ক ও পম্পাকে অপহরণ করে। তাঁদের জীবনের বদলে অশোক এবার টুম্পাকে তিনটে অসম্ভব টাস্কের মুখোমুখি ফেলে দেয়। এই চ্যালেঞ্জ কি জিততে পারবে টুম্পা? নাকি এই প্রথম কোনও লড়াইয়ে হেরে যাবে টুম্পা?          


এক ঝলকে 'টুম্পা অটোওয়ালি'র গল্প


বর্তমান দিনের কলকাতার প্রেক্ষাপটে তৈরি এই ধারাবাহিকের গল্প। ধারাবাহিকের মহিলা অটোচালকের ভূমিকায় টুম্পা। অটোচালক থেকে সুনিপুণ গৃহকর্ত্রী থেকে সফল ব্যবসায়ী হয়ে ওঠার ক্ষেত্রে টুম্পার যে সফর, সেই গল্পই বলে এই ধারাবাহিক। 


ডোনা ভৌমিক অভিনীত টুম্পার জীবনের ঝলক মেলে এই ধারাবাহিকে। যে জীবিকা নির্বাহের জন্য অটো চালায় কিন্তু সেই সঙ্গে নিজের পড়াশোনার প্রতিও একইভাবে প্রতিজ্ঞাবদ্ধ। পড়াশোনাও সমানতালে চালিয়ে যায় সে। তার অটোকে মানুষ হিসেবেই দেখে টুম্পা, যার নাম রেখেছে 'জান'। অন্যদিকে গল্পের অপর মুখ্য চরিত্র আবীর। অভিনয়ে সায়ন বসু। সে এক সফল অ্যাপ-ক্যাব সংস্থার মালিক। তবে স্বভাবের দিক থেকে বেশ অহঙ্কারী সে। 


আরও পড়ুন: 'Thinking Of Him': রবি ঠাকুরের জন্মবার্ষিকীতে 'দ্য ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার'- এর উদ্যোগ, প্রদর্শিত হবে 'থিঙ্কিং অফ হিম'


আরও পড়ুন: Heart Attack : হার্টের অসুখের প্রধান কারণই ব্লকেজ, কোন কোন পরীক্ষায় আগাম ধরা পড়বে ?


তাঁদের স্বভাব চরিত্র একেবারে ভিন্ন মেরুর হওয়া সত্ত্বেও ভাগ্যের ফেরে টুম্পা ও আবীরের বিয়ে হয় একে অপরের সঙ্গে। নিজেদের শ্রেণি বিভাজন ভুলে একসঙ্গে থাকা এবং নতুন জীবনের পথে এগিয়ে চলাই এই ধারাবাহিকের গল্প। তাঁদের এই অসম জুটি বেশ পছন্দ করেন দর্শক।