সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : রেশন বন্টন দুর্নীতিতে (Ration Distribution Scam) এখনও পর্যন্ত ১০০ কোটি টাকার দুর্নীতির প্রমাণ মিলেছে। গোটা দুর্নীতি আরও কয়েকশো কোটি টাকার। মঙ্গলবার রেশন বন্টন দুর্নীতি নিয়ে আদালতে প্রথম চার্জশিটে বিস্ফোরক দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। তার পরের দিনই দুয়ারে রেশন (Duare Ration) বিক্রি ! বিধায়ক চাল-আটা ধরে দিলেন পুলিশকে। ঘটনায় চাঞ্চল্য বলাগড়ের শেরপুরে।


বলাগড়ের ডুমুরদহ নিত্যানন্দপুর ২ গ্রাম পঞ্চায়েতের শেরপুর মাঠে চলছিল দুয়ারে রেশন। অভিযোগ গ্রাহকরা রেশন তুলে সেখানেই ফরেদের হাতে বিক্রি করে দিচ্ছিলেন।এলাকা পরিদর্শনে বেরিয়ে দেখতে পান বলাগড় বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। চাল-আটা বিক্রি হচ্ছে দেখে পুলিশকে ফোন করেন। বলাগড় থানার পুলিশ এসে কয়েক কুইন্টাল চাল আটা আটক করে লরি করে নিয়ে যায়। অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। রেশনের চাল-আটার মান খারাপ তাই বিক্রি দাবি গ্রাহকদের।


বস্তা বস্তা রেশন সামগ্রী কিনতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন এক মহিলা। তাঁর দাবি, 'ওদের বলেছি পঞ্চায়েতে একটা কাজ দাও, কাজ দেয়নি। আমি একটা শিক্ষিত মেয়ে আজকে আমি এই কাজ রাস্তায় দাঁড়িয়ে পাড়ায় পাড়ায় ঘুরে কিনে এই রোজগার করে আমার পেট চালাচ্ছি।' অভিযুক্ত টিএমসি পার্টি করেন বলেও দাবি করেন। যা শুনে বিধায়ক তখনই তাঁকে ধমক দিয়ে বলেন, 'কীসের পার্টি করেন ? পার্টি আপনাকে চুরি করতে বলেছে ?'


গোটা প্রক্রিয়ার মাঝে পুলিশের সঙ্গেও রীতিমতো বচসা বেধে যায় গ্রাহকদের। তাঁদের অভিযোগ, রেশনে দেওয়া চাল ও আটা এতই নিম্নমানের যে তা খাবার অযোগ্য। রেশন দুর্নীতিকাণ্ড ঘিরে তোলপাড়ের মধ্যেই হুগলিতে রেশন সামগ্রী বিক্রির গোটা ঘটনার অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি।                                                                                                                                                          


আরও পড়ুন- জলের ট্যাঙ্ক ভেঙে পড়ল প্ল্যাটফর্মে, মৃত্যু, জখম একাধিক


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।